বন্ধু দিবসে যা বললেন আঁখি আলমগীর
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানে-মডেলিংয়ে সমান পারদর্শী। নাচেও রয়েছে দক্ষতা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বন্ধুদের নিয়ে হইহুল্লোড় করতে দেখা যায় এ সংগীতশিল্পীকে। বন্ধু দিবসেও নিজের অনুভূতি জানাতে ভুল করেননি আঁখি। ফেসবুকে তিনি পোস্ট দিয়ে বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন।
দুষ্টুমির ভঙ্গিতেই লিখেছেন আঁখি আলমগীর। বন্ধুদের নিয়ে রসিকতার ভঙ্গিই ফুটে উঠল তাঁর পোস্টে। লিখলেন, বন্ধুত্ব মানে সব দোষ বন্ধুর ওপর চাপিয়ে দেওয়া। কখনো বা বন্ধুকে ইচ্ছেমতো পচানো। যখন-তখন পার্টির বন্ধুর কাছে আবদার করে বসা।
আঁখির পোস্টে ব্যাপক সাড়া পড়েছে তাঁর বন্ধু-শুভানুধ্যায়ী মহলে। অনেকেই তাঁকে কমেন্টবক্সে বন্ধু দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। এর মধ্যে কামরুজ্জামান মিলু নামের একজন লিখেছেন, ‘সুন্দরভাবে বলেছেন, আপু। শুভ হোক বন্ধু দিবস।’
বহু গুণে গুণান্বিত আঁখি আলমগীর। একাধারে গায়িকা, অভিনেত্রী ও উপস্থাপিকা। ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। প্রকাশিত হয়েছে অনেক গানের অ্যালবামও। ব্শে কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন আঁখি।