আজও আমি উঠতি তারকা, ছবি হিট হচ্ছে না : শাহরুখ

Looks like you've blocked notifications!
বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত

২৭ বছর ধরে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করে চলেছেন সুপারস্টার শাহরুখ খান। তাঁকে বলা হয় বলিউডের বাদশাহ। বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগী তাঁর। অথচ কী বিনয় এ নায়কের। নিজেকে আজও ‘উঠতি তারকা’ ভাবেন।

নিজেদের পছন্দের তারকাকে ফের বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন শাহরুখ খানের ভক্তরা। কিন্তু কবে যে তিনি শুটিংয়ে ফিরবেন, দিনক্ষণ জানাচ্ছেন না। কিং খানের সর্বশেষ সিনেমা ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি বক্স অফিসে সুপারফ্লপ হয়েছিল। এরপর আর সিনেমা করতে হৃদয়ের সাড়া পাচ্ছেন না শাহরুখ।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা শ্রীরাম রাঘবন, করণ জোহর, জয়া আখতার এবং অভিনেতা অর্জুন কাপুর ও টাবু।

উৎসবের দশম বর্ষে মঞ্চে ওঠেন শাহরুখ খান। বলেন, ‘অনেক বছর আগে, ২০০৬-০৭ সালের দিকে, আমি এখানে এসেছিলাম। তখন আমি ছিলাম উঠতি তারকা, একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছিলাম। আবার এখানে এসেছি। আজও আমি উঠতি তারকাই রয়ে গেছি। কিন্তু যেমনটা চাইছি, তেমনভাবে আর হিট ছবি দিতে পারছি না (হেসে)।’

‘এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এটা খুবই আনন্দের যে, দ্বিতীয় প্রজন্মের ভারতীয়দের কাছে আমাদের সিনেমা পৌঁছাচ্ছে। এটা প্রত্যেক ভারতীয়কেই গর্বিত করে তোলে। এই ডায়াসের সামনে দাঁড়িয়ে আজ সবাইকে বলছি, এখানে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত,’ যোগ করেন শাহরুখ।

কয়েক মাস আগে একটি বিনোদন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী শাহরুখ খান বলেছিলেন, ‘আপাতত আমার হাতে কোনো সিনেমা নেই। কোনো সিনেমায় কাজ করছি না। সাধারণত যেটা হয়, কোনো সিনেমা শেষ হওয়ার পর নতুন সিনেমায় কাজ শুরু করতে আমার তিন-চার মাস লাগে। কিন্তু এবার তেমনটা অনুভব করছি না। আমার মন সাড়া দিচ্ছে না।’

এর আগে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল, ভারতের নভোচারী রাকেশ শর্মার জীবনীভিত্তিক সিনেমায় কাজ করবেন শাহরুখ খান। পরে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। গুঞ্জন, এই সিনেমায় শাহরুখের পরিবর্তে ভিকি কুশল কাজ করবেন। যা হোক, চলচ্চিত্রে শাহরুখের ফেরার অপেক্ষায় ভক্তরা। সূত্র : হিন্দুস্তান টাইমস