একদিনে আয় তিন কোটি
বক্স অফিসে শুরুটা তেমন ভালো হলো না সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়া অভিনীত ‘জাবারিয়া জোড়ি’র। গতকাল শুক্রবার মুক্তি পায় এ ছবি। প্রথম দিনে ভারতের বক্স অফিসে আয় করেছে মাত্র তিন কোটি রুপির বেশি।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, বক্স অফিস ইন্ডিয়ার সূত্রমতে, মুক্তির অর্ধদিবসে ‘জাবারিয়া জোড়ি’ সংগ্রহ করেছিল আড়াই কোটি রুপির মতো। দিনশেষে তিন কোটি রুপি হতে পারে। সপ্তাহ শেষ হতে দুদিন হাতে রয়েছে। বিশ্লেষকদের অনুমান, বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারবে না ছবিটি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ আজ টুইটার বার্তায় জানিয়েছেন, প্রথম দিন বাজে গেছে ‘জাবারিয়া জোড়ি’র। সম্মানজনক সংগ্রহ করতে হলে দ্বিতীয় ও তৃতীয় দিন, অর্থাৎ শনি-রোববার ভালো আয় করতে হবে। তারান জানান, শুক্রবার এ ছবির আয় ৩.১৫ কোটি রুপি।
#JabariyaJodi is dull on Day 1... Needs miraculous growth on Day 2 and 3 for a respectable weekend total... Fri ₹ 3.15 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) August 10, 2019
সিনেমার পটভূমি, ভারতের বিভিন্ন জায়গায় বর অপহরণের ঘটনা। একেবারেই হাস্যরসাত্মক ছবি ‘জাবারিয়া জোড়ি’।
প্রশান্ত সিং পরিচালিত ‘জাবারিয়া জোড়ি’ তেমন একটা প্রশংসা পাচ্ছে না সমালোচকদের কাছ থেকে। ছবিটির চিত্রনাট্যকে ‘কনফিউজড’ বলছেন অনেকে।