ঈদে ছেলে জয়ের জন্য শাকিবের দুঃখপ্রকাশ
বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান। ছোটবেলায় বাবার সঙ্গে গরু কেনার জন্য হাটে যেতেন। তবে এখন আর ইচ্ছে থাকলেও হাটে যাওয়া হয় না। তাঁর সন্তান আব্রাম খান জয়ের জন্য শাকিব খান দুঃখপ্রকাশ করেন, কারণ ছেলে বাবার সঙ্গে হাটে যেতে পারছে না। হাটে যাওয়ার সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে জয়।
শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘ছোটবেলায় আমি বাবার সঙ্গে সব সময় গরু কেনার জন্য হাটে যেতাম। বিষয়টি আমি এনজয় করতাম। হাজার হাজার মানুষ হাটে গরু কিনছে, পাশেই মেলার মতো দোকান বসেছে। নানান ধরনের দোকান। যেন গরু কেনার উৎসব। গরু কেনা হয়ে গেলে পেছন পেছন হাঁটতাম, গরুর লেজ ধরার চেষ্টা করতাম। বাড়িতে এনে নিজের পরিবারের সদস্যদের মতো লালনপালন করতাম। স্মৃতিগুলো চোখের সামনে এখনো ভেসে ওঠে।’
ছেলেকে নিয়ে দুঃখপ্রকাশ করে শাকিব বলেন, ‘আমার ছেলের জন্য দুঃখ হয়। কারণ, এখন ইচ্ছে থাকলেও আমার হাটে যাওয়া হয় না। যে কারণে আমার ছেলেও আমার সঙ্গে যেতে পারে না। সে আসলে গরুর হাটের আনন্দটা থেকে বঞ্চিত হচ্ছে।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় শাকিব-অপুর পুত্রসন্তানের জন্ম হয়। মাত্র দুই বছর আড়াই মাস বয়সে তাঁকে স্কুলে ভর্তি করানো হয় গত বছর। বসুন্ধরা আবাসিক এলাকার আইএসডি স্কুলের প্রিস্কুল শাখায় ভর্তি হয় আব্রাম জয়।