Beta

বৌদি শ্রীদেবীকে খুব মিস করছেন অনিল কাপুর

১৪ আগস্ট ২০১৯, ১১:৩৫

অনলাইন ডেস্ক
জন্মদিনে শ্রীদেবীকে স্মরণ করলেন অনিল কাপুর। ছবি : সংগৃহীত

হিন্দি চলচ্চিত্রের ভক্ত যাঁরা, তাঁদের মধ্যে ‘মিস্টার ইন্ডিয়া’ দেখেননি এমন মানুষ খুব কমই আছে। ওই ছবিতে শ্রীদেবীর সেই নীল শাড়ির কথা কে-ই বা ভুলতে পেরেছেন। মৃত্যুর পরও আপন দ্যুতিতে উজ্জ্বল ভারতের প্রথম নারী সুপারস্টার।

‘মিস্টার ইন্ডিয়া’য় শ্রীদেবীর বিপরীতে অভিনয় করেছিলেন দেবর অনিল কাপুর। আরো অনেক সিনেমায় সহ-অভিনেতা হয়েছেন। গতকাল মঙ্গলবার তাই বৌদির ৫৬তম জন্মবার্ষিকীতে আবেগাক্রান্ত হয়ে পড়লেন অনিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছেন অনিল কাপুর। লিখেছেন, ‘আজকের দিনে তুমি থাকলে তোমার ৫৬তম জন্মদিন পালন করা হতো। তোমার অভাব আমরা গভীরভাবে অনুভব করি। কিন্তু তোমার হাসি আর যে খুশি তুমি আমাদের জীবনে এনে দিয়েছিলে, তা আমাদের একত্রিত করে। আমরা তোমাকে সব সময় মিস করি।’

‘মিস্টার ইন্ডিয়া’, ‘লামহে’, ‘লাডলা’সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শ্রীদেবী ও অনিল কাপুর।

মায়ের জন্মবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ‘ধড়ক’ অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, মা। তোমাকে ভালোবাসি।’

স্ত্রী শ্রীদেবীর জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রযোজক বনি কাপুর। টুইটে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, জান। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অভাববোধ করছি। আমাদের দিকনির্দেশ দিয়ে চলেছ। অনন্তকাল তুমি আমাদের মাঝে বেঁচে রবে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। সূত্র : জি নিউজ

Advertisement