মোদি-শাহকে ‘কটূক্তি’, টুইটার অ্যাকাউন্ট বাতিল হার্ড কৌরের

Looks like you've blocked notifications!
মোদি-শাহকে কটূক্তি করায় হার্ড কৌরের টুইটার অ্যাকাউন্ট বাতিল। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় র‍্যাপার ও হিপহপ সংগীতশিল্পী হার্ড কৌরের অ্যাকাউন্ট বাতিল করে দিল টুইটার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করায় এ সিদ্ধান্ত টুইটারের।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন জানিয়েছে, শিল্পী হার্ড কৌর খালিস্তান আন্দোলনের সমর্থক। ওই আন্দোলনের পক্ষে তিনি দুই মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর কিছু মন্তব্য ছিল। এমনকি সেই ভিডিওতে তিনি নরেন্দ্র মোদি ও অমিত শাহকে চ্যালেঞ্জও ছুড়ে দেন। যথারীতি ভাইরাল হয়েছে সেই ভিডিও। এর পরই এ পদক্ষেপ নেয় টুইটার।

পরে আরেকটি ভিডিও পোস্ট করেন হার্ড কৌর। সেটি অবশ্য তাঁর আসন্ন গানের প্রচারণামূলক ভিডিও। ওই গানটিও খালিস্তানের সমর্থনে তৈরি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ বছরেরই জুনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে কড়া সমালোচনায় সরব হয়েছিলেন হার্ড কৌর। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে মামলাও করা হয়।