ড্রাইভারের কাছ থেকে টাকা ধার করে পথশিশুকে দিলেন শ্রীদেবীকন্যা

মা শ্রীদেবীর জন্মবার্ষিকীতে মহানুভবতার উদাহরণ হলেন জাহ্নবী কাপুর। আর তাতে ভক্তদের প্রশংসায় ভাসছেন এ তারকাসন্তান।
গতকাল মঙ্গলবার ছিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ৫৬তম জন্মবার্ষিকী। নিত্যদিনের মতো গতকালও জিমে গিয়েছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। যথারীতি ক্যামেরার ক্লিক পড়েছে তাঁর ওপর। এ সময় একটি পথশিশু এ তারকাকে অনুসরণ করে।
একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুর তাঁর গাড়ির কাছে যাচ্ছিলেন। এমন সময় এক পথশিশু তাঁকে অনুসরণ করে। জাহ্নবীকে সেই শিশু অনুরোধ করে, যেন তার কাছ থেকে ম্যাগাজিন কেনেন অথবা কিছু অর্থ সহায়তা করেন। এরপর গাড়িতে প্রবেশ করেন জাহ্নবী। নিজের পার্স ঘেঁটে দেখেন। টাকাকড়ি না পেয়ে ড্রাইভারের কাছ থেকে ধার নেন। তারপর সেই পথশিশুকে অর্থ দেন। হাত নাড়িয়ে হাসিমুখে বিদায়ও জানান।
দেখুন ভিডিওতে :
অন্তর্জালে ভিডিওটি ছড়িয়ে পড়লে ভক্তরা জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এক ভক্ত লিখেছেন, ‘এটা শ্রীদেবীজির শিক্ষার প্রতিফলন। তাঁর মানবিক হৃদয় ছিল, এটা কেউ এড়িয়ে যেতে পারবে না। স্বর্গ থেকে গর্ববোধ করছেন শ্রী।’
আরেক ভক্ত লিখেছেন, ‘যত ক্ষুদ্রই হোক, মহানুভবতা কখনো বিফলে যায় না। এটাই শ্রীদেবী তাঁর সন্তানদের শিক্ষা দিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘এখন আপনার বয়স কম, আশা করি ভবিষ্যতে আপনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করবেন।’
গতকাল মায়ের জন্মবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ধড়ক অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, মা। তোমাকে ভালোবাসি।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। সূত্র : হিন্দুস্তান টাইমস