বৃষ্টি ও ছুটির ফাঁদে ঈদের দুই ছবি

Looks like you've blocked notifications!

ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’। ছবি দুটি প্রশংসা পেলেও হলে দর্শক কম বলে জানিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ।

টানা বৃষ্টি ও ঈদের লম্বা ছুটির কারণে দর্শক কম বলে মনে করছে হল কর্তৃপক্ষ।  ঈদের ছুটির পর সবাই ঢাকায় ফিরলে দর্শক বাড়বে বলে মনে করছেন তাঁরা।  

ঢাকার মধুমিতা সিনেমা হলসহ দেশের ১৫৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। সিনেমা হলের টিকেটম্যান মুহিত দাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘মধুমিতা হলে ৪৩ বছর ধরে আমি কাজ করছি। তবে ঈদের সময় এত কম দর্শক এর আগে দেখিনি। ছবিটি ভালো। যাঁরা ছবি দেখছেন, তাঁরা সবাই প্রশংসা করছেন। অনেক দিন পর গল্পনির্ভর ছবি পেয়ে দর্শক সন্তুষ্টি প্রকাশ করছে। তবে সিনেমা হলে দর্শক কম।’

ঈদের দিন দর্শক ছিল হাতেগোনা দাবি করে মুহিত বলেন, ‘কোরবানির ঈদের দিন এমনিতেই দর্শক কম হয়। তবে এবার দর্শক ছিল হাতেগোনা কয়েকজন। পরের দিন দুই শো হাউসফুল ছিল। গতকাল ও আজ ভালো চলছে না।’

অভিসার হলসহ দেশের ৫২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রোশান ও ইয়ামিন হক ববি অভিনীত ‘বেপরোয়া’। সিনেমা হলের সহকারী ম্যানেজার  মো. হাসান বলেন, ‘মনে হয় আমাদের ভাগ্যটাই আসলে খারাপ। কারণ ছবিটি অনেক ভালো হয়েছে। গল্প মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে। তবে ঈদের দিন থেকেই সিনেমা হলে দর্শক কম। আজ দুপুরে শোতে দর্শক একেবারেই কম।’

পল্টনের জোনাকি সিনেমা হলের সহকারী ম্যানেজার বলেন, ‘ঢাকার প্রায় সব সিনেমা হলেই দর্শক কম। আসলে কোরবানির ঈদে বেশির ভাগ মানুষ বাড়িতে চলে যান। এবার ঈদে সবাই লম্বা ছুটি পেয়েছে। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। তবে আগামী সপ্তাহে ঈদের ছুটি শেষে সবাই ঢাকায় ফিরবে। আশা করি, আগামী সপ্তাহে দর্শক বাড়বে সিনেমা হলগুলোতে।’

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন আর কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাশেদ। দেশ বাংলা মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করেছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ। ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রোশান-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকের প্রমুখ।