'নায়কের' কাছে 'খলনায়ক' পরাজিত
চলচ্চিত্রে দর্শক সবসময় শাকিব খানকে নায়ক আর আহমেদ শরীফকে খলনায়কের চরিত্রেই অভিনয় করতে দেখেন। এবং রুপালি পর্দায় সব সময়ই জয় নায়কেরই হয়। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০১৫-এর ফলাফলেও অর্থাৎ বাস্তবেও শাকিব হারিয়েছেন শরীফকে, তাও ২৮৫ ভোটের ব্যবধানে। শাকিব পেয়েছেন ৫৮৩ ভোট। আর আহমেদ শরীফ পেয়েছেন মাত্র ৭১ ভোট।
অতএব গতবারের নির্বাচনের মতো এবারও আহমেদ শরীফকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নায়ক শাকিব খান। শুক্রবার ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা হয়েছে আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরবেলা। ভোট গণনা শেষ হয় ভোর ৪টায়। আর নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন অমিত হাসান। তিনি হারিয়েছেন মিশা সওদাগরকে। এখানেও কিন্তু জয় হয়েছে নায়কের। চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর রুপালি পর্দায় হারতে হারতে বাস্তবেও ৬৭ ভোটে হেরেছেন নায়ক অমিত হাসানের কাছে। অমিত পেয়েছেন ২৪৭ ভোট আর মিশা পেয়েছেন ১৮০ ভোট।
সহসভাপতি পদে তেমন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। সহসভাপতির দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন—শাকিব-মিশা পরিষদের নাদের খান ২৯০ ভোট ও একই পরিষদের ওমর সানী ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আহমেদ শরীফ পরিষদের দিলারা ১৩৩ ভোট ও আবদুল্লাহ সাকি ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
সহসাধারণ সম্পাদক পদে আহমেদ শরীফ কোনো প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিব-মিশা পরিষদের প্রার্থী মো. আরমান।
অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে জ্যাকি আলমগীর ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ডন ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত শিবা শানু পেয়েছেন ২৭৪ ভোট। কোষাধ্যক্ষ পদে স্বতন্ত্র প্রার্থী কমল ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন শাকিব-মিশা পরিষদের যাদু আজাদ। এ জায়গায় স্বতন্ত্র প্রার্থী জেসমিন ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । কার্যনির্বাহী সদস্য পদে শাকিব-মিশা প্যানেলের বিজয়ীরা হলেন দুই চিত্রনায়িকা মৌসুমী ও ববি। তাঁরা পেয়েছেন যথাক্রমে ৪০৩ ও ২৬৬ ভোট। আলীরাজ পেয়েছেন ৪০৭ ভোট, আফজাল শরীফ ৩৫৩, ফরহাদ ৩৯৩, রাকিব খান ৩৭৯ ও শহীদুল আলম সাচ্চু ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আহমেদ শরীফ পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রার্থী আমির সিরাজী ৩২১ ভোট ও সুশান্ত ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নুরুল ইসলাম ২৫৪ ভোট, সারোয়ার হোসেন ৮৩ ভোট নির্বাচিত হয়েছেন।