শুভেচ্ছা জানিয়েও বিপাকে বলিউড অভিনেত্রী

গোটা ভারত তখন স্বাধীনতা দিবস পালন করছে। এমন সময়েই দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান ‘মিস ইন্ডিয়া’খ্যাত বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আর যায় কোথায়! ব্যাপক সমালোচনার মুখে এশার তখন ত্রাহি অবস্থা। প্রশ্নবাণে বিদ্ধ হতে থাকেন তিনি।
স্বাধীনতা দিবসে আচমকাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করে ফেলেন সেই পোস্ট। আর এরপরই ট্রোলের মুখে পড়েন এশা। প্রশ্ন উঠেছে তাঁর ‘মিস ইন্ডিয়া’ খেতাবপ্রাপ্তি নিয়েও। অজ্ঞতার জন্য বেশ কঠোর ভাষায়ই আক্রমণের শিকার হন এ অভিনেত্রী। ফিরতি টুইটে কেউ কেউ তাঁকে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের ব্যবধানও বুঝিয়ে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক টুইটে এশা সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।
অবশ্য সমালোচনা থেকে রেহাই পেতে কৌশল অবলম্বন করেছেন এ অভিনেত্রী। সব দোষ চাপিয়ে দিয়েছেন হ্যাকারদের ওপর। এশা জানান, তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাকারই এই বিতর্কিত পোস্টের হোতা।
কেউ যেন সে টুইট আর রিটুইট না করেন, এমন আবেদনও জানান এশা। তবে তাঁর এ আবেদন কতটুকু ফলপ্রসূ হবে, সেটিই এখন দেখার বিষয়। সূত্র : জি নিউজ