ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানি অভিনেত্রী
দুই দেশের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। জম্মু-কাশ্মীর নিয়ে সীমান্তও উত্তপ্ত। বলছি, ভারত-পাকিস্তানের মধ্যকার বর্তমান বৈরী পরিস্থিতির কথা। আর সেই আগুনে এবার যেন ঘি ঢাললেন এক পাকিস্তানি অভিনেত্রী।
৩২ বছর বয়সী মেহবিশ হায়াত পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। তাঁর অভিযোগ, গোটা বিশ্বের কাছে পাকিস্তানকে ভুলভাবে তুলে ধরছে বলিউড ও হলিউড। বিভিন্ন ধরনের সিনেমার মাধ্যমেই পাকিস্তানকে গোটা বিশ্বের কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
Bollywood could have used cinema to promote mutual understanding instead of vilifying us as they do. They need to decide which is more important - nationalistic fervour or a peaceful future . pic.twitter.com/EzcK4L0zWD
— Mehwish Hayat TI (@MehwishHayat) August 11, 2019
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নরওয়ের অসলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন এ পাকিস্তানি অভিনেত্রী। সেখানে কড়া ভাষায় হলিউড ও বলিউডের সমালোচনা করেন তিনি।
মেহবিশের মতে, হলিউডে নির্মিত কিছু সিনেমার মাধ্যমে মানুষের মধ্যে ‘ইসলামফোবিয়া’ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তাঁর মত, বলিউডে এমন কিছু সিনেমা নির্মিত হওয়া উচিত, যাতে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হয়।
‘হলিউড ও বলিউডের বিভিন্ন সিনেমায় পাকিস্তানিদের প্রকৃত অবস্থা ঠিকঠাক তুলে ধরা হয় না। সারা বিশ্বের কাছে পাকিস্তানিদের ভুলভাবে তুলে ধরে হেয় করা হয়,’ ক্ষোভের সঙ্গে উচ্চারণ করেন মেহবিশ।
এখানেই থেমে থাকেননি মেহবিশ হায়াত। বিশ্বের কাছে যাতে পাকিস্তান ও পাকিস্তানিদের ভুলভাবে উপস্থাপন করা না হয়, সেদিকেও সবাইকে দৃষ্টি রাখার আহ্বান আবেদনময়ী এ অভিনেত্রীর।
পাক-ভারত ইস্যুতে সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও একাধিক আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়েছেন।
অভিনেত্রী মেহবিশ হায়াত অনেক টিভি শোতে কাজ করেছেন। তার মধ্যে ‘মেরা কাবিল মেরা দিলদার’ ও ‘শেরাজ দিলকে দরবাজে’ নামের শো দুটি সুপারহিট ছিল। মেহবিশ অভিনেত্রী ও মডেল হওয়ার পাশাপাশি একজন দক্ষ গায়িকাও।