এবারের ঈদে দর্শক পেল না সিনেমা হল
শাকিব খানের নতুন ছবি মুক্তি পেলে সিনেমা হলে শুরু হয় উৎসব। টানা কয়েকদিন হাউজ ফুল থাকে সিনেমা হল। তবে বেতিক্রম দেখা গেল এবারের ঈদে। জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি ঈদে ১৫৪টি সিনেমা হলে মুক্তি পেলেও সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যায়নি। হতাশা প্রকাশ করছে সিনেমা হল কর্তৃপক্ষ।
ঢাকার শ্যামলী সিনেমা হলের টিকেটম্যান বাঁধন এনটিভি অনলাইনকে বলেন, “সাধারণত সারা বছরই আমাদের হলে দর্শক আসেন ছবি দেখতে। গত দু-চার বছরে যে ছবিগুলো ভালো করেছে, সে ছবিগুলো টানা কয়েক সপ্তাহ পর্যন্ত চলেছে আমাদের সিনেমা হলে। তবে শাকিব খানের ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি ভালো চলছে না। ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কোনো শো হাউজফুল যায়নি। বেশিরি ভাগ শোতে অর্ধেকের বেশি দর্শক আসেনি। আগামী সপ্তাহে ছবিটি বদল করার চিন্তা করা হচ্ছে।”
নতুন সিনেমা মুক্তি দেওয়ার সময় প্রযোজকের পক্ষে একজন প্রতিনিধি পাঠানো হয় উক্ত সিনেমা হলে। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি চলছে মিরপুর এশিয়া সিনেমা হলে। সেখানে প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ হালিম মিয়া। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ঈদের সময় এমন ব্যবসা আসলে হতাশাজনক। আমরা মনে করেছিলাম ছবিটি ভালো চলবে। এত খারাপ ব্যবসা করবে চিন্তা করিনি। আমার প্রতিদিনই ছবির প্রযোজকের কাছে হিসাব জমা দিতে হয়। এত টাকা বাজেটের ছবি, যে দর্শক আসে তাতে হিসাব দিতে মন খারাপ হয়ে যায়।’
এশিয়া হলের সহকারী ম্যানেজার আবদুর রশিদ বলেন, ‘মিরপুর এক নম্বরে দুটি সিনেমা হল, এশিয়া ও সনি সিনেমা হল। উন্নয়নের কাজে বন্ধ রয়েছে সনি সিনেমা হল। সে কারণে আমাদের হলে অনেক বেশি দর্শক হওয়ার কথা। অথচ ঈদের দিন থেকে আজ পর্যন্ত কোনো শো হাউজফুল হয়নি। আমরা আসলে হতাশ। শাকিব খানের ছবিই যদি না চলে, তবে সিনেমা হল বন্ধ করে দিতে হবে।’
বলাকা সিনেমা হলের গেটম্যান রহমান মিয়া বলেন, ‘দর্শক বেশি আসলে আমাদের একটু ব্যস্ততা থাকে। হলে দর্শক নেই আমরা বাইরে বসে ঝিমুচ্ছি। তবে দর্শক কম হলেও দর্শক যখন বের হয়ে যায়, তখন প্রশংসা করে। যে ছবি দেখে প্রশংসা করছে, সেই ছবি দেখতে কেন দর্শক হলে আসছে না বোঝতে পারি না।’
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমরা ঈদের ছবি নিয়ে হতাশ। আমরা যেমন ব্যবসা আশা করেছিলাম বা ঈদের ছবি যেমন ব্যবসা করে, এবারের ঈদে তা করেনি।’
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির মতো একই চিত্র দেখা গেছে ‘বেপরোয়া’ ছবিতে। প্রায় সব সিনেমা হলে হতাশা ঈদের ছবি নিয়ে।
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন আর কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাশেদ। দেশ বাংলা মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করেছে। ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও তাঁর নায়িকা শবনম বুবলী।