ঢাকা থিয়েটারের ‘ঊষা উৎসব’
আগামী ৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘ঊষা উৎসব’। নাট্যকার সেলিম আল দীনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সামিউন জাহান দোলা।
সমকালীন শেকড়হীন লুণ্ঠনবৃত্তিক এবং আপাদমস্তক রক্তাক্ত বাংলাদেশের রাজনৈতিক আবহ এক দুর্মর নৃ-গোষ্ঠীয় আবেগ আর প্রাচীন ও মধ্যযুগের সৃষ্টিমুখর স্বাতন্ত্র্যে উদ্ভাসিত বাঙালির পুনরুত্থানের স্বপ্ন জাগ্রত করে। এই নদীবেষ্টিত অপূর্ব শ্যামলভূমির মানুষরা রাজনীতির নামে গোত্রবিভক্ত, সাম্প্রদায়িক এবং আদিম হিংস্রতায় রক্তাক্ত সংঘাতে লিপ্ত। এমন সংঘাতের কাহিনী নিয়েই রচিত হয়েছে এই নাটক।