এলিয়েন থেকে আমির এবার কুস্তিগীর!

এক চেহারা নিয়ে বেশিদিন বসে থাকেন না আমির খান। তাই বলে এমন আপাদমস্তক বদল! ভোজপুরী সংলাপ আওড়ানো ভোলাভালা এলিয়েন ‘পিকে’ থেকে আমির এবার হতে যাচ্ছেন কুস্তিগীর। আর এই চেহারা দেখা যাবে আগামী চলচ্চিত্র ‘দঙ্গলে’। এই চলচ্চিত্রে পেশাদার পেশিবহুল কুস্তিগীর হিসেবে হাজির হতে বরাবরের মতোই, চরিত্রের জন্য নিজেকে আপাদমস্তক ঢেলে সাজাচ্ছেন আমির। বলিউডলাইফের খবরে শুধু এই তথ্য নয়, ছবিতেও দেখা গেল আমূল পরিবর্তনের এক ঝলক!
এই ছবিতে আমিরকে দেখা যাবে দুই মেয়ের বাবা এক কুস্তিগীরের চরিত্রে। চরিত্রের সাথে মানানসই রুক্ষ চেহারাতেই দেখা যাবে আমিরকে। এরই মধ্যে চুল ছোট করে ছেটে পুরোদস্তুর খেলোয়াড়ি চেহারা নিয়ে এসেছেন তিনি। সেই সাথে রাখছেন মুখভরা দাড়ি। তবে কাহিনী যখন কুস্তিগীরের, তখন শুধু কি মুখাবয়বে বদল আনবেন আমির? মোটেই নয়! সেই ‘গজিনী’ ছবি থেকেই পেশিবহুল দেহ তাঁর, আর এবার শরীরে পেশির সংযোজন আরো বাড়বে। ‘সিক্সপ্যাক’এর সীমানা পেরিয়ে তলপেটে আরো বাড়তি ‘প্যাক’ বানাবেন তিনি। এরই মধ্যে হলিউডের একজন অভিজ্ঞ প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ চলছে তাঁর।
‘দঙ্গল’ ছবিটি ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। মহাবীরের দুই মেয়ে গীতা কুমারী ফোগাত এবং ববিতা কুমারী ফোগাতও তাদের বাবার মতো কুস্তিগীর।
আমিরের ‘পিকে’র জয়জয়কার এখনো চলছে। শত শত কোটির উপার্জন আর রেকর্ড শেষমেশ কোথায় গিয়ে থামবে তা এখনো বলা মুশকিল। এমন অবস্থায় প্রচারণা শুরু হয়ে গেছে নতুন চলচ্চিত্রের। বসে থাকলে কি আর আমিরের চলবে? নিতেশ তিওয়ারির ছবি ‘দঙ্গল’-এর জন্য তাই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির খান।