এবার শাকিবের নায়িকা পুষ্পিতা পপি

পুষ্পিতা পপি এবার নতুন দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর দুটি ছবিতেই তাঁর বিপরীতে প্রথমবারের মতো নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। দুটি ছবি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন ও আবদুল মান্নান।
এ বিষয়ে নায়িকা পুষ্পিতা পপি এনটিভি অনলাইনকে বলেন, “এবারই প্রথম শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি। ভয়ও লাগছে একটু। আবার ভালো লাগছে এই ভেবে যে, তাঁর মতো একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করব। শাকিব ভাই, শাবনূর আপু আর আমিন খান ভাইয়ের ‘ফুল নেব না অশ্রু নেব’ ছবি দেখার পর থেকেই অপেক্ষায় ছিলাম, শাকিব ভাইয়ের সঙ্গে কবে কাজ করব। আগামী ১৫ তারিখে ঠিক হবে, কবে থেকে শুটিং শুরু হবে। ছবির গল্প আমার খুবই ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে। আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিটির কাজ আগে শুরু হবে। আশা করছি, দর্শক পছন্দ করবেন।”
এরই মধ্যে পুষ্পিতা পপি ‘কখনো ভুলে যেও না’ এবং ‘আগে যদি জানতাম তুই হবি পর’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। এর পর তিনি ‘প্রেম হতেই পারে’, ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’, ‘প্রেমের বিয়ে’, ‘আমার আত্মা তুমি’ , ‘মিশন কক্সবাজার’ ও ‘বিধ্বস্ত’ ছবিতে অভিনয় করছেন। তবে এগুলো এখনো মুক্তি পায়নি।