পাঁচ দিনে আয় ৩৫০ কোটি

Looks like you've blocked notifications!
‘সাহো’র দৃশ্যে দক্ষিণী সুপারস্টার প্রভাস। ছবি : সংগৃহীত

গল্প ও প্লট নিয়ে চলচ্চিত্রবোদ্ধাদের সমালোচনা সত্ত্বেও দর্শক-মন ও বক্স অফিসে কাঁপন ধরিয়েছে ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘সাহো’। সব ভাষার সংস্করণ মিলিয়ে বিশ্বব্যাপী মাত্র পাঁচ দিনে এ ছবি আয় করেছে ৩৫০ কোটি রুপির বেশি।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মুক্তির মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী আয়ে সাড়ে তিনশ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘সাহো’। ষষ্ঠ দিনেও ভালো সংগ্রহ করেছে ছবিটি।

এর আগে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, মুক্তির দিন (৩০ আগস্ট) সব ভাষার সংস্করণ মিলিয়ে বিশ্বব্যাপী ‘সাহো’ সংগ্রহ করে ১৩০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনের আয় মিলিয়ে দুই দিনে সংগ্রহ দাঁড়ায় ২০৫ কোটি রুপি। তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এ ছবি।

ইন্ডিয়া টুডের খবরে আরো বলা হয়েছে, তামিলনাড়ু ও কেরালার বক্স অফিসে তেমন ভালো সংগ্রহ করতে পারেনি ‘সাহো’। তবে ভারতের উত্তর অংশে ভালো সংগ্রহ করছে ছবিটি। হিন্দি জোনে এ ছবি শতকোটির ঘরে প্রবেশ করেছে।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, পাঁচ দিনে ভারতের বক্স অফিসে ‘সাহো’ (হিন্দি সংস্করণ) আয় করেছে ১০২.৩৮ কোটি রুপি। তাঁর হিসাবে, শুক্রবার ২৪.৪০ কোটি, শনিবার ২৫.২০ কোটি, রোববার ২৯.৪৮ কোটি, সোমবার ১৪.২০ কোটি, মঙ্গলবার ৯.১০ কোটি; মোট সংগ্রহ ১০২.৩৮ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

গত ৩০ আগস্ট মুক্তি পায় ‘সাহো’। বাণিজ্য বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে ঝড় তুলবে এ ছবি। সেই অনুমান সত্যি হয়েছে। প্রথম দিন ভারতে ‘সাহো’ সংগ্রহ করে ৬৮.১ কোটি রুপি। এর আগে মার্ভেল সিরিজের ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স : দি এন্ড গেম’ মুক্তির দিন ভারতে আয় করেছিল ৫৩ কোটি রুপি ও ‘থাগস অব হিন্দোস্তান’ আয় করেছিল ৫২ কোটি রুপি।

‘সাহো’র বিশাল বাজেট। প্রভাস জানিয়েছিলেন, এ ছবি নির্মাণে ব্যয় হয়েছে ৩৫০ কোটি রুপি। অবশ্য পত্রপত্রিকার খবর, মুক্তির আগেই ‘সাহো’র স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৩২০ কোটি রুপিতে।

‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির পর আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন প্রভাস। ‘বাহুবলি : দ্য বিগিনিং’ বিশ্বব্যাপী সংগ্রহ করেছিল ৬৫০ কোটি রুপি আর ‘বাহুবলি : দ্য কনক্লুসন’ বিশ্বব্যাপী সংগ্রহ করেছিল ১৭৯৬.৫৬ কোটি রুপি। ‘বাহুবলি টু’র পরে প্রভাসের পরবর্তী সিনেমার জন্য আগ্রহভরে অপেক্ষা করছিলেন ভক্তরা। আর সেই জাদু ছড়িয়ে পড়ছে টিকেটের জানালায়।

সুজিত পরিচালিত ‘সাহো’ ছবিতে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে, অরুণ বিজয়, মন্দিরা বেদি ও মহেশ মাঞ্জরেকার। টি-সিরিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশনস।