চার দিনে আয় ৪২ কোটি

বক্স অফিসে ভালো আয় করছে ‘দঙ্গল’খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘ছিছোড়ে’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর। মুক্তির চার দিনেই চার অঙ্কে পৌঁছে গেছে ছবিটি।
বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ‘ছিছোড়ে’ সংগ্রহ করেছে ৭.৫০ কোটি রুপি, যা প্রথম দিনের আয়ের তুলনায় বেশি। প্রথম দিন এ ছবি সংগ্রহ করেছিল ৭.৩২ কোটি রুপি। ভারতের বক্স অফিসে গত শনিবার ও রোববার এ ছবি আয় করে যথাক্রমে ১২.২৫ কোটি ও ১৬.৪১ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে সংগ্রহ দাঁড়াল ৪২.৫০ কোটি রুপি।
সুশান্ত সিং রাজপুতের ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ প্রথম সপ্তাহে আয় করেছিল ৬৬ কোটি রুপি, এর চেয়ে অবশ্য কম আয় করল ‘ছিছোড়ে’। তবে সুশান্তর সর্বশেষ ছবি ‘কেদারনাথ’-এর চেয়ে বেশি আয় করেছে ‘ছিছোড়ে’। প্রথম সপ্তাহান্তে ‘কেদারনাথ’ সংগ্রহ করেছিল ২৭.৭৫ কোটি রুপি।
আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো সংগ্রহ করছে ‘ছিছোড়ে’। বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছে, প্রথম সপ্তাহে এ ছবি বিভিন্ন দেশের বক্স অফিসে সংগ্রহ করেছে ১০.৩৯ কোটি রুপি।
#Chhichhore has opened well in the international arena... Opening weekend: $ 1.450 mn [₹ 10.39 cr]... Key markets...#USA + #Canada: $ 615k#UAE + #GCC: $ 520k#UK: $ 128k#Australia: $ 60k
Rest of World: $ 127k— taran adarsh (@taran_adarsh) September 9, 2019
অনেক বছর পর কলেজ বন্ধুদের পুনর্মিলন ও পুরোনো স্মৃতিচারণের ঘটনা নিয়ে নির্মিত ‘ছিছোড়ে’। এতে সুশান্ত-শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বাবর, নবীন পলিশেঠি ও তুষার পান্ডে।
‘সাহো’ মুক্তির এক সপ্তাহ পর মুক্তি পায় শ্রদ্ধা কাপুরের ‘ছিছোড়ে’, ওই ছবিতে তিনি ‘বাহুবলি’ তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার ‘সাহো’ সংগ্রহ করেছে ২.৫০ কোটি রুপি। শুধু ভারতের বক্স অফিসে প্রথম সপ্তাহে এ ছবি আয় করেছে ১১৬ কোটি রুপি ও দ্বিতীয় সপ্তাহে আয় ১৪.৯৫ কোটি রুপি। সব মিলিয়ে ‘সাহো’র সংগ্রহ ১৩২.৫০ কোটি রুপি।