সালমানের ৫৫ লাখের বাড়ি উপহার নিয়ে মুখ খুললেন রানু

Looks like you've blocked notifications!
সালমানের বাড়ি উপহার বিষয়ে নীরবতা ভেঙেছেন রানু। ছবি : সংগৃহীত

কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে রাতারাতি অন্তর্জাল তারকা রানু মণ্ডল। মুম্বাইয়ে জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে প্রচারের সব আলো তাঁর ওপর। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সেলিব্রেটি রানু। তাঁকে নিয়ে আগ্রহের কমতি নেই জনমানসে।

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ গেয়ে অন্তর্জালবাসীকে চমকে দেন রানু মণ্ডল। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গায়ক, সংগীত পরিচালক, অভিনেতা হিমেশ রেশমিয়া তাঁকে নিজের সিনেমা ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে গাওয়ার সুযোগ করে দেন। ভারতীয় গণমাধ্যমগুলো খবর, রানুর গানে মুগ্ধ হয়ে তাঁকে ৫৫ লাখ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন সালমান।

তবে সেই খবর উড়িয়ে দিয়ে নবভারত টাইমসকে রানু বললেন, ‘না! যদি বাড়ি উপহার দেন, তবে সালমান খান এ নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিক। আর সেটা না হলে, তিনি যেন বলেন, এটা তাঁর কোনো বন্ধু বা অন্য কাউকে দিচ্ছেন। কিন্তু আজতক এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি।’

রানু আরো বলেন, ‘আমি কাউকে বলিনি সাহায্য করতে। আমি সালমান খানের কাছেও কোনো সাহায্য চাইব না। প্রথম যখন এই গুঞ্জন শুনি, তখন ভেবেছিলাম, এটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। এ-ও শুনেছিলাম, তিনি আমাকে লাল গাড়ি উপহার দিয়েছেন, আরো অনেক কিছুই শুনেছি। কিন্তু আমি সেদিনই ওই খবর বিশ্বাস করব, যেদিন সালমান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।’

এ আগে অবশ্য সালমানের একটি বিশ্বস্ত দ্য সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছিল, ‘এই ধরনের সংবাদের কোনো সত্যতা নেই। সালমান ওই নারীর জন্য কোনো বাড়ি কেনেননি, এমনকি তাঁর গানের ব্যাপারেও কোনো আলাপ হয়নি।’

রানাঘাটের রেলস্টেশনে গান গাওয়া রানু রীতিমতো অন্তর্জাল তারকা হয়ে উঠেছেন। ৫৮ বছর বয়সী এ গায়িকা এর আগে বলেছেন, আজীবন গান গেয়ে যাবেন। সূত্র : ডিএনএ