তিন খানের ঘুম হারাম করছেন চার তারকা
বলিউডে তিন খানের রাজত্ব চলছে দীর্ঘদিন। সালমান, শাহরুখ ও আমির খানের ছবি মানেই সুপারহিট—এমন গল্প চালু বহুদিন। বক্স অফিসের ইতিহাসও এর সাক্ষী। তবে হালে একটু বেগ পেতে হচ্ছে তিন খানকে। বেশ কয়েকজন নতুন তারকার আবির্ভাব হয়েছে, যাঁরা দিনে দিনে তুমুল জনপ্রিয় হচ্ছেন। তাঁদের ছবি ব্লকবাস্টার হচ্ছে লাগাতার।
আয়ুষ্মান খুরানা, ভিকি কুশল, রাজকুমার রাও ও কার্তিক আরিয়ান—এই চার অভিনেতার ছবি মুক্তি পেলেই সুপারহিট হচ্ছে। কিছু ছবির আয় তো তিন খানের আয়কেও ছাড়িয়ে গেছে।
আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান প্রমাণ করেছেন, তাঁর ছবি দেখতে প্রেক্ষাগৃহমুখি হবেই দর্শক। ভিন্নধর্মী চিত্রনাট্য নির্বাচন আর অভিনয়দক্ষতা দিয়ে বি-টাউনবাসীর মন জয় করে নিয়েছেন আয়ুষ্মান। বলা হচ্ছে, ভারতীয় সিনে দর্শকের রুচিই পাল্টে দিচ্ছেন আয়ুষ্মান। শুধু ভালো সিনেমা উপহার দিচ্ছেন তা নয়, তাঁর ছবি বক্স অফিসে ব্লকবাস্টারও হচ্ছে। তাঁর জনপ্রিয় ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘ভিকি ডোনর’, ‘বেয়ারলি কি বরফি’, ‘দম লাগা কে হ্যায়সা’, ‘বাধাই হো’ ও সাম্প্রতিক ‘ড্রিম গার্ল’। এই ছবিতে তিনি দেখিয়েছেন অভিনয়দক্ষতা। অন্যদিকে, ‘আর্টিকেল ফিফটিন’ ও ‘অন্ধধুন’ ছবিতে তিনি প্রমাণ করেছেন চরিত্রে তাঁর অপরিহার্যতা ও গভীরতা।
ভিকি কুশল
‘মাসান’ থেকে ‘উরি দ্য সার্কিক্যাল’ স্ট্রাইক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ভিকি কুশল। বলিউড ইন্ডাস্ট্রির নতুন আবেদন তারকা হয়ে উঠেছেন ভিকি। ‘মাসান’ ছবিতে অভিনয় দিয়ে সবার নজর কেড়ে নেন ভিকি, সাধারণ চরিত্রেও ব্যতিক্রমী অভিনয় তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। বক্স অফিসে ‘উরি ব্লকবাস্টার। ‘রাজি’, ‘লাস্ট স্টোরিস’, ‘মনমর্জিয়া’ ও ‘উরি’ করে বি-টাউনের আকাঙ্ক্ষিত তারকা হয়ে উঠেছেন ভিকি।
রাজকুমার রাও
বিচিত্র চরিত্রে অভিনয় করে নিজের পারঙ্গমতা দেখিয়ে চলেছেন রাজকুমার রাও। ‘শহিদ’, ‘নিউটন’, ‘আলিগড়’ ও ‘ট্র্যাপড’ এই ছবিগুলোতে রাজকুমারের অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর ‘স্ত্রী’ ছবিটিও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। একই ধাঁচের সিনেমা দেখে ক্লান্ত বি-টাউনকে তিনি ভিন্ন ঘরানার ছবি দিয়ে মাতিয়ে রেখেছেন।
কার্তিক আরিয়ান
হালের অন্যতম আবেদনময় তারকা কার্তিক আরিয়ান। তাঁর চলচ্চিত্রই শুধু নয়, ব্যক্তিগত জীবনের প্রতিটি অধ্যায়ই লেখার বিষয়বস্তু। গণমাধ্যমকর্মীদের আগ্রহের কেন্দ্রে এ তারকা। বক্স অফিসে তাঁর ছবি দারুণ ব্যবসা করছে। ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা টু’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লুকাচুপি’ দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছেন কার্তিক। হালে সাইফকন্যা সারা আলি খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আসন্ন ‘লাভ আজকাল টু’ ছবিতে। নারীকুলে তুমুল জনপ্রিয় এ তারকা।