ভিডিও কলে কার সঙ্গে ব্যস্ত নিক?

বলা হয়ে থাকে, দূরত্ব কখনোই যাপিত সম্পর্কে বাধা হতে পারে না। আর আধুনিক প্রযুক্তি তো দূরত্ব ভুলিয়ে দিতে জাদুর মতো কাজ করছে।
সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাঁর অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া ব্যস্ত কার্যতালিকার কারণে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাঁকে। ফলে স্বামী পপ তারকা নিক জোনাসকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না ‘দেশি গার্ল’। সম্প্রতি ছবির প্রচার চালাতে ভারতে আসেন প্রিয়াঙ্কা।
তবে প্রিয়াঙ্কা ও নিক তাঁদের ভালোবাসায় দূরত্বকে অন্তরায় হতে দেননি। ভিডিও কলে দারুণ সময় পার করছেন তাঁরা। সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নিককে স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ভিডিও কলে ব্যস্ত থাকতে দেখা যায়।
প্রিয়াঙ্কাকে সম্প্রতি ‘জোনাস ব্রাদার্স’-এর ‘হ্যাপিনেস বিগিনস ট্যুর’- এ নিককে সঙ্গ দিতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন কনসার্টেও স্বামীকে উৎসাহ দিতে দেখা যায় আলোচিত এই অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা এখন তাঁর অভিনীত ‘স্কাই ইজ পিংক’ ছবি মুক্তির অপেক্ষা করছেন। ছবিটির প্রথম গান এরই মধ্যে মুক্তি পেয়েছে গতকাল। সোনালী বোসের পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন ফারহান আক্তার, জাইরা ওয়াসিম, রোহিত সারাফ প্রমুখ। ছবিটি এরই মধ্যে গত ১৩ সেপ্টেম্বর টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি আগামী ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।