সত্য ফাঁস করলেন সানি লিওন
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। অনেকটা চড়াই-উতরাই পেরিয়ে বলিউডে নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন তিনি। প্রায়ই নিজের অতীত জীবনসহ যাপিত জীবন সম্পর্কে কথা বলেন সানি।
এবার সানি লিওনের জীবনী নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এ উঠে এসেছে তাঁর জীবনের নানা চমকপ্রদ অধ্যায়, যা জেনে শিউরে উঠেছেন সবাই। জীবনের বেশ বড়সড় একটি ঘটনার কথাও উল্লেখ আছে এতে।
সানি জানিয়েছেন, তিনি কখনোই তাঁর বাবা-মায়ের ছবি দেখেন না। তাঁদের ছবি দেখলে তাঁদের প্রচণ্ড মিস করবেন—এ কথা ভেবেই বাবা-মায়ের ছবি দেখা হয় না সানির।
বলিউডে এরই মধ্যে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সানি লিওন। ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘এক পেহেলি লীলা’ ও ‘তেরা ইন্তেজার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এ অভিনয় করেছেন এই অভিনেত্রী।