শাশুড়ির পর এবার এফডিসিতে শ্রাবন্তীর স্বামী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/24/photo-1569325526.jpg)
শাশুড়ির পর এবার স্বামী ঘুরে দেখলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অন্দর। হ্যাঁ, সত্যিই। গেল বৃহস্পতিবার শাশুড়িকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর গতকাল দিবাগত রাতে ঢাকায় আসেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং।
আজ মঙ্গলবার শুটিং দেখতে শ্রাবন্তীর স্বামী-শাশুড়ি একসঙ্গে বিএফডিসিতে আসেন। সেটের একটি ছবিতে দেখা যায়, রিকশায় বসা শ্রাবন্তী আর সেই রিকশা নিজেই চালাচ্ছেন স্বামী রোশন সিং।
শামিম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। কলকাতায় প্রথম শিডিউলের শুটিং শেষে বাংলাদেশে দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক রুদ্র হোসাইন বলেছেন, ‘বৃহস্পতিবার শাশুড়িকে সঙ্গে করে বাংলাদেশে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গতকাল রাতে তাঁর স্বামী এসেছেন। আমরা তাঁদের মেহমানের মতো রাখার চেষ্টা করছি। আগামী ২৬ সেপ্টেম্বর রাতে তাঁরা ঢাকা ছাড়বেন।’
কলকাতার পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় শ্রাবন্তী। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনার ‘শিকারী’, বাংলাদেশের ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছেন।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এ ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড সুন্দরী সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংও শেষ করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল।