Beta

অভিনেত্রীকে ২ কোটি রুপির হীরার আংটি উপহার

১০ অক্টোবর ২০১৯, ১০:০৮

অনলাইন ডেস্ক
হীরের আংটি হাতে তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

যেকোনো উপহারই আনন্দের। আর এবার বেশ দামি এক হীরার আংটি উপহার পেলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া।

সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন জানাচ্ছে, সম্প্রতি ৬২.৪ গ্রাম ওজনের একটি আংটি উপহার পেয়েছেন তামান্না। হীরের ওই আংটি তাঁকে উপহার দিয়েছেন প্রযোজক রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। রাম চরণ ‘সই রা নরসিমা রেড্ডি’ ছবির প্রযোজক। উপহার পেয়ে আনন্দিত ‘বাহুবলি’ অভিনেত্রী তামান্না তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে ওই আংটি পরিহিত অবস্থায় একটি ছবি পোস্ট করেন।

প্রতিবেদনে জানানো হয়, উপহার দেওয়া ওই আংটির মূল্য কমপক্ষে দুই কোটি রুপি। তামান্না সম্প্রতি মুক্তি পাওয়া ‘সই রা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটিতে আরো অভিনয় করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীব। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকেও দেখা গেছে এই ছবিটিতে।

‘হানড্রেড পারসেন্ট লাভ’ খ্যাত তামান্না ভাটিয়ার বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে অক্ষয় কুমারের বিপরীতে। এরপর একে একে দর্শকপ্রিয় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা পান এই অভিনেত্রী।

Advertisement