এফডিসিতে শাকিবের জন্য নির্মাণ হবে আইসিইউ

শেষের পথে শাকিব-মিতু অভিনীত চলচ্চিত্র ‘আগুন’-এর শুটিং। এরই মধ্যে ছবির সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি আছে একটি সিক্যুয়েন্স ও ছবির চারটি গান। সিক্যুয়েন্সের প্রয়োজনে এফডিসিতে নির্মাণ হবে আইসিইউ। সেখানে অভিনয় করবেন নায়ক শাকিব খান। আগামী সপ্তাহে আইসিইউ নির্মাণ শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন।
বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, “আমরা ‘আগুন’ ছবির শুটিং প্রায় শেষ করে ফেলেছি। একটি সিক্যুয়েন্স ও চারটি গানের শুটিং বাকি আছে। সিক্যুয়েন্সটি এফডিসিতে শুটিং করব। আর গানের শুটিং দেশের বাইরে করার চিন্তা আছে।”
এফডিসিতে আইসিইউ নির্মাণ হবে জানিয়ে খোকন বলেন, ‘সিক্যুয়েন্সের শুটিংও শেষ হয়ে যেত, তবে এর শুটিংয়ের জন্য একটি আইসিইউ প্রয়োজন। ঢাকার কোথাও আইসিইউয়ে শুটিং করা যাবে না। কারণ, আইসিইউ স্পর্শকাতর এলাকা। যে কারণে আমরা এফডিসিতে সেট নির্মাণ করে শুটিং করব। আগামী সপ্তাহে সিক্যুয়েন্সটির শুটিং কবর। সবাই দোয়া করবেন—আমরা যেন সুন্দর একটি চলচ্চিত্র সবাইকে উপহার দিতে পারি।’
বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। বেশ জাঁকজমকপূর্ণভাবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় এ ছবির মহরত। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সম্রাট ও আরমানও উপস্থিত ছিলেন সে অনুষ্ঠানে।
ছবিটি দেশবাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে। এ প্রতিষ্ঠানটির কর্ণধার বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমান। প্রতিষ্ঠানের প্রথম ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ পরিচালনা করেন জাকির হোসেন রাজু। ছবিটিতে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী। গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায় ছবিটি। কিন্তু দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি ছবিটি।