দুই চলচ্চিত্রে হুমায়রা সুবহা

দেওয়ান নাজমুল পরিচালিত 'তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের 'সমাধান' চলচ্চিত্রে অভিনয় করছেন হুমায়রা সুবহা। দুটি ছবিরই শুটিং শেষ পর্যায়ে। তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চান। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তিনি।
হুমায়রা সুবাহ বলেন, ‘স্বপ্ন দেখি একজন দক্ষ অভিনেত্রী হবো। চলচ্চিত্রে আমার অবস্থা শক্ত হবে। জানি এটা অনেক কঠিন। আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন। দাঁড়াতে পারছেন খুব কম, স্বপ্ন ঝরে ফিরে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে লাকি মনে করছি, কারণ এরই মধ্যে দুটি ছবির কাজ শেষ পর্যায়ে। আর আমি বিশ্বাস করি ভালো কাজ দিয়ে নিজের অবস্থান তৈরি করা যায়। সবার কাছে দোয়া চাই, আমি যেন নিজেকে প্রমাণ করতে পারি।’
সুবহা আরো বলেন, ‘স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখা। সেই স্বপ্নের পাখা মেলতে যাচ্ছে। মা চেয়েছিল গায়িকা বানাবেন, তবে আমার স্বপ্ন ছিল নায়িকা হবো। তবে দুজনেরই স্বপ্ন পূরণ হয়েছে। সামনেই আমার দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার পাশাপাশি নিয়মিত গান করব। কিছু নাটক, বিজ্ঞাপনে কাজ করছি।’
দেওয়ান নাজমুল পরিচালিত চলচ্চিত্র ‘তোরে কত ভালোবাসি’। সম্প্রতি বান্দরবানে রোমান্টিক গানের মধ্য দিয়ে ছবির কাজ শেষ হয়েছে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইফ খান ও হুমায়রা সুবহা। মোহাম্মদ আসলামের 'সমাধান' চলচ্চিত্রে হুমায়রা সুবহা জুঁটি বেঁধেছেন নায়ক ইমনের বিপরীতে।