চোখ ২৫০ কোটির দিকে
গান্ধী জয়ন্তীতে মুক্তি পেয়েছিল। তুলেছিল বক্স অফিসে তুফান। এখনো থেমে নেই। বেশ কয়েকটি রেকর্ড ভাঙার পর এবার হৃতিক রোশন ও টাইগার শ্রফের ছবি ‘ওয়ার’-এর চোখ ২৫০ কোটি রুপি সংগ্রহের দিকে। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও থেমে নেই এ ছবির জয়যাত্রা।
গত ৩ অক্টোবর মুক্তি পায় ‘ওয়ার’। প্রথম দিনই ভারতের ব্ক্স অফিসে সংগ্রহ করে ৫০ কোটি রুপি।
মুক্তির প্রথম সপ্তাহে এ ছবি অতিক্রম করে ২০০ কোটি রুপির মাইলফলক। বক্স অফিস সূত্র জানাচ্ছে, দ্রুতই ২৫০ কোটির ক্লাবে পৌঁছাবে এ ছবি। মুক্তির নয় দিনে এ ছবির সংগ্রহ ২৩৮ কোটি রুপির বেশি। গেল বৃহস্পতিবার সংগ্রহ করে ৯.২৫ কোটি রুপি। সংশ্লিষ্ট সূত্রের খবর, ১০ম দিনে এ ছবি সংগ্রহ করেছে প্রায় ৯ কোটি রুপি।
Top 5 *Week 1* / *Extended Week 1* biz... 2019 releases...
1. #War ₹ 238.35 cr [9 days]
2. #Bharat ₹ 180.05 cr [9 days]
3. #KabirSingh ₹ 134.42 cr [7 days]
4. #MissionMangal ₹ 128.16 cr [8 days]
5. #Saaho [#Hindi] ₹ 116.03 cr [7 days]#India biz.— taran adarsh (@taran_adarsh) October 11, 2019
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন সপ্তাহান্তে ৩০ কোটি রুপি সংগ্রহ করতে পারে ‘ওয়ার’।
হৃতিক ও টাইগারের ক্যারিয়ারে বিগেস্ট ওপেনার ‘ওয়ার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে রুপালি পর্দায় প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে দেখা গেল। আনন্দের সঙ্গে হৃতিক এর আগে ‘ব্যাং ব্যাং’ ছবিতে কাজ করেছেন, সে ছবিটি প্রথম দিন সংগ্রহ করেছিল ২৭ কোটি রুপি। আর টাইগারের ‘বাঘি টু’ প্রথম দিন আয় করেছিল ২৫ কোটি রুপি।
#Hindi films that hit ₹ 200 cr in *Week 1* / *Extended Week 1*...
2016: #Sultan ₹ 229.16 cr [9 days]
2017: #Baahubali2 [#Hindi] ₹ 247 cr [7 days]
2017: #TigerZindaHai ₹ 206.04 [7 days]
2018: #Sanju ₹ 202.51 [7 days]
2019: #War ₹ 238.35 cr [9 days]#India biz.— taran adarsh (@taran_adarsh) October 11, 2019
এর আগে ভক্তদের উদ্দেশে টুইটার বার্তায় হৃতিক রোশন বলেছিলেন, এ ছবি নির্মাণে তাঁর ব্যক্তিগত অনুরোধ ছিল। অনেক রক্ত-ঘাম ঝরিয়ে তাঁরা ওয়ার নির্মাণ করেছেন। সিনেপ্রেমীরা যেন প্রেক্ষাগৃহমুখী হন। ভক্তরা তাঁর অনুরোধ রেখেছেন।
যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে রয়েছেন লাস্যময়ী বাণী কাপুর।