কেরালার চলচ্চিত্র উৎসবে জয়ার ‘বিনিসুতোয়’

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর ভিন্ন ধাঁচের কাজ বরাবরই প্রশংসা পেয়ে আসছে। ক্যারিয়ারের দারুণ সময় পার করা এই অভিনেত্রীর অর্জনের তালিকা এবার আরো কিছুটা দীর্ঘ হলো।

জয়া আহসান অভিনীত টলিউডের ছবি ‘বিনিসুতোয়’ কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ ছবিটি পরিচালনা করেছেন।

এক টুইটবার্তায় পরিচালক অতনু জানান, মর্যাদাপূর্ণ ওই আসরে প্রদর্শনের জন্য সাতটি ছবি নির্বাচিত করা হয়। এই বছর সেই তালিকায় স্থান করে নিয়েছে ‘বিনিসুতোয়’ ছবিটি। ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী।

অতনু ঘোষ পরিচালিত ছবি ‘ময়ূরাক্ষী’ ২০১৭ সালে সেরা বাংলা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। ‘বিনিসুতোয়’ ছবিতে দেখা যায়, দুজন মানুষ একটি গেম শোর বাছাইপর্বে পরিচিত হন। একপর্যায়ে তাঁরা একে অপরের বন্ধু হন ও জীবনের অর্থ সন্ধান করতে থাকেন। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণ।