অভিনেত্রী মিমের কাজে বাধা স্বামী সিদ্দিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/14/photo-1571037742.jpg)
মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। ছবি : সংগৃহীত
স্বামীর বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম।
মারিয়া মিমের স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দিক নামেই পরিচিত। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মিমের। মিম জানিয়েছেন, সম্প্রতি তাঁর কাজে বাধা দিচ্ছেন সিদ্দিক।
মিম জানান, একটি বিজ্ঞাপনে কাজ করার কথা ছিল তাঁর। তাঁকে সংশ্লিষ্ট একজন জানিয়েছিলেন, কয়েক দিন পর শুটিং হবে।
মারিয়া মিমের অভিযোগ, তাঁর পরিবর্তে অন্য এক মডেল দিয়ে এরই মধ্যে বিজ্ঞাপনের কাজ করা হয়ে গেছে। বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদ।
এনটিভি অনলাইনকে মারিয়া মিম বলেছেন, সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তাঁর। তাঁরা দুজন বর্তমানে আলাদা থাকছেন। তাঁদের একমাত্র সন্তান বর্তমানে সিদ্দিকের সঙ্গে থাকছে।