‘সিলন সুপার সিঙ্গার’ এ সেরা দীপ্তি সরকার

Looks like you've blocked notifications!
মিউজিক্যাল রিয়েলিটি শো 'সিলন সুপার সিঙ্গার' এ প্রথম হয়েছেন খুলনার দীপ্তি সরকার। জমকালো গ্র্যান্ড ফিনেলেতে তাঁর হাতে পুরস্কার তুলে দেন দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা। ছবি : এনটিভি

গৃহিনীদের নিয়ে দেশের প্রথম মিউজিক্যাল রিয়েলিটি শো 'সিলন সুপার সিঙ্গার' এ প্রথম হয়েছেন খুলনার দীপ্তি সরকার। জমকালো গ্র্যান্ড ফিনেলেতে তাঁর হাতে পুরস্কার তুলে দেন দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা, এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ ও আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী। প্রাথমিক রাউন্ড থেকে গ্রান্ড ফিনেলে পর্যন্ত পুরো অনুষ্ঠান সম্প্রচার করেছে এনটিভি।

জমকালো আয়োজনের মাধ্যমে এ বছরের মতো 'সিলন সুপার সিঙ্গারে’র ইতি টানা হয়। প্রথমবারের আয়োজনে সেরাদের সেরা হন খুলনার গৃহিনী দীপ্তি সরকার।

দীপ্তির হাতে তুলে দেয়া হয় ২০ লাখ টাকার চেক ও ক্রেস্ট। দ্বিতীয় স্থান অধিকার করেন মেহেরপুরের গৃহিনী সুমনা রহমান। তিনি পান ১০ লাখ টাকা। আর যৌথভাবে তৃতীয় হন ঢাকার গৃহিনী সায়নি শিঞ্জন ও ফাহমিদা প্রীতি। তাঁরা পান ৫ লাখ টাকা ও ক্রেস্ট। এছাড়া সেরা ১১ তে থাকা বাকি ৮ জনকে দেওয়া হয় ১ লাখ টাকা করে।

এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘যা কিছু প্রথম তার অনেক কিছুই শুরু এনটিভি থেকে এবং এরই ধারাবাহিকতায় সঙ্গীতে প্রতিভাময়ী গৃহিনীদের নিয়ে বাংলাদেশের প্রথম মিউজিক্যাল রিয়েলিটি শো সিলন সুপার সিঙ্গার। এ অনন্য আয়োজনের জন্য আবুল খায়ের গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী বলেন, ‘সিলন বিশ্বাস করে জীবনের গতিময়তা এবং গানের চর্চা দুটি ধারা পাশাপাশি বহমান হওয়া সম্ভব। এজন্য চাই নিজের আগ্রহ, একটু উদ্যোগ আর কাছের মানুষদের সহযোগিতা। সিলন ভবিষ্যতে তার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নারীদের অগ্রযাত্রায় অবদান রাখতে চায়।’  

অনুষ্ঠানে সিলন সুপার সিঙ্গারের সেরা ১১জন ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী ও অভিনেতারা অংশ নেন। তাঁদের পরিবেশনাও মুগ্ধ করে উপস্থিত সবাইকে।