দুই বাংলার প্রখ্যাত কবিদের কবিতা ভিডিওচিত্র

দুই বাংলার প্রখ্যাত কবিদের কবিতা নিয়ে আবৃত্তিশিল্পী আনজোমোরা মুন্নীর কণ্ঠে এবং নির্মাতা এস এম মাঈনুদ্দীন রিপনের মূল ভাবনা ও পরিচালনায় সাহিত্য ও কাব্যপ্রেমীদের জন্য প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হলো কবিতার ভিডিওচিত্র।
গাজীপুরের হোতাপাড়ায় ১০টি কবিতার ভিডিওচিত্রধারণ সম্পন্ন হয়েছে।
কালার বক্স মাল্টিমিডিয়ার সার্বিক সহযোগিতায় ও আবৃত্তিকার আনজোমোরা মুন্নীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পারিজাতের’ প্রযোজনায় খুব শিগগির বিভিন্ন চ্যানেল তথা সামাজিক বিনোদন মাধ্যমগুলোতে প্রচার হওয়ার কথা জানিয়েছে কারিগরি ও প্রযোজনা প্রতিষ্ঠান। এটির চিত্রগ্রহণ করেছেন এবাদ আলিম ও এ আর আলম। সম্পাদনা করেছেন এ রহিম!
কবিতার এই ভিডিওচিত্র নিয়ে আবৃত্তিশিল্পী আনজোমোরা মুন্নী বলেছেন, ‘আমি বাংলা সাহিত্য ও কবিতা ভীষণ ভালোবাসি। এই ভালো লাগা থেকেই আবৃত্তির প্রতি ঝোঁক আর ইচ্ছে। তারপরই কবিতার জায়গাটা। আর সর্বমহলে প্রচার আর প্রসারের জন্য আমার এ উদ্যোগ। যাঁরা বাংলা সাহিত্য-কবিতা ভালোবাসেন, তাঁদের কাছে এই কবিতার ভিডিওচিত্র চমৎকার অনুভূতি জন্ম দেবে বলে আমি মনে করি। তা ছাড়া দুই বাংলার কবিদের কবিতা নিয়ে এই প্রথম ভিডিও চিত্র ধারণ করতে পারাতে নিজের ভেতর বেশ কিছুটা ভালোলাগা কাজ করছে।’
পরিচালক এস এম মাঈনুদ্দীন রিপন বলেন, ‘সবাই নতুন কিছু দেখতে চান, আর নতুন কিছু করতে পারার মাঝে একধরনের ভালোলাগা কাজ করে। দর্শকের মধ্যেও একটু ব্যতিক্রম প্রতিক্রিয়া লক্ষ করা যায়। আর যখন দর্শক এটিকে গ্রহণ করেন, তখন আমাদের পরিচালনা ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবার কষ্ট সার্থক হয়। যেহেতু কবিতা নিয়ে এর আগে গুটি কিছু কাজ হলেও দুই বাংলার কবিতার ভিডিওচিত্র সম্ভবত এই প্রথম। সেদিক থেকে ও খুব ভালো লাগা কাজ করছে। আর এতে করে দুই বাংলার সাহিত্য ও কাব্যিকদের আরেকটি বিনোদনের খোরাক হতে পারে, ঠিক তেমনি দুই বাংলার কবি-সাহিত্যিক, নির্মাতাসহ গণমাধ্যমের একটি চমৎকার সেতুবন্ধও হতে পারে।’
কবি আহসান হাবীব, জীবনানন্দ দাশ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্, বুদ্ধদেব বসু, মহাদেব সাহা, পুর্ণেন্দু পত্রীসহ তসলিমা নাসরিনের বাছাইকৃত দেশাত্মবোধক, প্রেম-বিরহের গল্পের স্বাদ পাবেন দর্শক। আর কবিতাগুলোর চিত্রনাট্যে ছিলেন হুমায়ুন রসিদ সম্রাট। আর অভিনয় করেছেন শাহরিয়ার সাহেদ, সাজিয়া সুলতানা সন্ধ্যা, নিশু শিকদার, এস এম আশরাফুল সোহাগ, নায়না নিশি, শাহরিয়ার রানা ও ফারজানা আহসান মিহি প্রমূখ।