লাইফ সাপোর্টে অভিনেতা হুমায়ূন সাধু

Looks like you've blocked notifications!
অভিনেতা হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে আছেন। ছবি : সংগৃহীত

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল রোববার রাত ৩টার দিকে ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করানো হয় এ অভিনেতাকে।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘হুমায়ূন সাধুর অবস্থা অপরিবর্তিত আছে। তিনি কাল রাত থেকেই লাইফ সাপোর্টে আছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘আমাদের হুমায়ূন সাধু স্কয়ারের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। যাঁরা তাঁকে ভালোবাসতেন, তাঁর জন্য দোয়া করবেন।’

চলতি মাসের শুরুতে চট্টগ্রামে যান হুমায়ূন সাধু। যাওয়ার পরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাঁর ব্রেইন স্ট্রোক হয়েছে। পরে কিছুদিন হাসপাতালে থাকার পর তাঁর অবস্থার উন্নতি হলেও দ্বিতীয় দফায় আবারও ব্রেইন স্ট্রোক করলেন এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি নাটকের মাধ্যমে বিনোদন অঙ্গনে হুমায়ূন সাধুর অভিষেক হয়। পরে বিভিন্ন টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন সাধু।