এক ছবিতে ৩০০ কোটি পার!

Looks like you've blocked notifications!
‘ওয়ার’ ছবির দুই নায়ক হৃতিক রোশন ও টাইগার শ্রফ। ছবি : সংগৃহীত

ইতিহাস সৃষ্টি করল হিন্দি চলচ্চিত্র ‘ওয়ার’। চলতি বছরে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত এ অ্যাকশন থ্রিলার মুক্তির পর মাত্র ১৯ দিনে ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপি সংগ্রহ করল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ অক্টোবর মুক্তি পায় ‘ওয়ার’। প্রথম দিনই ভারতের ব্ক্স অফিসে সংগ্রহ করে ৫০ কোটি রুপি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবি দর্শক ও চলচ্চিত্রবোদ্ধা উভয়ের প্রশংসা কুড়িয়েছে। সেই প্রভাব পড়েছে বক্স অফিসেও। চলতি বছরে ভারতে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হলো এটি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ওয়ার’। তাঁর ভাষায়, ২০১৯ সালে বলিউডে সুসময় যাচ্ছে। শিগগিরই ‘ওয়ার টু’ নির্মিত হবে।

এর আগে ভক্তদের উদ্দেশে টুইটার বার্তায় হৃতিক রোশন বলেছিলেন, এ ছবি নির্মাণে তাঁর ব্যক্তিগত অনুরোধ ছিল। অনেক রক্ত-ঘাম ঝরিয়ে তাঁরা ‘ওয়ার’ নির্মাণ করেছেন। সিনেপ্রেমীরা যেন প্রেক্ষাগৃহমুখী হন। ভক্তরা তাঁর অনুরোধ রেখেছেন।

যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে রয়েছেন লাস্যময়ী বাণী কাপুর।