সেলফি আক্রান্ত ঢালিউড তারকারা

সেলফি-জ্বরে হলিউড-বলিউড মাতোয়ারা। ঢালিউড থেমে থাকবে কেন? সেলফির তাপমাত্রায় থরথর কেঁপেছে এফডিসি গত শুক্রবার (৩০ জানুয়ারি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন। এদিন ভোট দেওয়া ছাড়াও আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠেন তারকারা। নতুন-পুরোনো তারকাদের মধ্যে এ সময় শুরু হয়ে যায় সেলফি প্রতিযোগিতা। নির্বাচনকে কেন্দ্র করে যেন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর ছবি তোলাই হয়ে ওঠে এদিনের মূল আকর্ষণ।
শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দেখা গেল জটলা। সেখানে আড্ডা মারছেন শাবনূর, মৌসুমী, পপিসহ আরো অনেকে। সবাইকে যেন গালগল্পে মাতিয়ে রাখছেন শাবনূর। জ্বি, ঠিকই শুনছেন শাবনূর! বহুদিন পর জনসম্মুখে দেখা গেল এই জনপ্রিয় চিত্রনায়িকাকে। আর কিছু দূরেই জটলা হয়ে দাঁড়িয়ে নায়িকা আন্না, শাহনুর, আঁচল, ইরিন জামানরা। চলছে গল্প। চলছে সেলফি তোলা। নির্বাচন করছেন বলে সকাল থেকে উজ্জ্বল উপস্থিতি ছিল মৌসুমীর। দুপুরের পর থেকেই নায়িকারা আলো ছড়াতে থাকেন এফডিসি প্রাঙ্গণে। বিকেল ৪টায় শাবনূর ঢোকার সঙ্গে সঙ্গেই পুরো পরিবেশ যেন হয়ে ওঠে উৎসবমুখর। সবাইকে মাতিয়ে রাখেন তিনি। এনটিভিকে শাবনূর বলেন, ‘এমন একটা নির্বাচন উৎসব ছিল বলেই এতদিন পর সবাইকে একসঙ্গে পেলাম। ধন্যবাদ শিল্পী সমিতির নির্বাচন উৎসবকে।’
মৌসুমীও বেশ মজা করছিলেন। তিনি হেসে বললেন, ‘এটা ভালো হয়েছে যে আমিও নির্বাচন করছি। আর আমার মতো প্রার্থী আছে বলেই শাবনূর, পপির মতো তারকারা আজ এফডিসিতে এসেছেন! আমি প্রতিটি নির্বাচনে দাঁড়াব আর অন্যদের নির্বাচন করতে উৎসাহ দেব।’
নায়িকা পপি বলেন, ‘এতগুলো প্রিয় মুখ একসঙ্গে দেখা ভাগ্যের ব্যাপার। কেন যে আমাদের শিল্পী সমিতির নির্বাচন প্রতি বছর হয় না! তাহলে তো প্রতিবছর এমন উৎসবে সবাইকে একসঙ্গে পেতাম!’
নতুন তারকা সায়মন নায়িকাদের উদ্দেশে বলেন, ‘এঁদের অনেকেই আমার স্বপ্নের তারকা। এঁদের সাথে দেখা হচ্ছে, ছবি তুলছি। অনেকেই দেশে থাকেন না, তাঁরাও এসেছেন। আমার অনেক ভালো লাগছে।’
নায়ক বাপ্পিরও একই কথা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে সিনেমা হলে এই তারকাদের দেখে বড় হয়েছি। তাঁদের সবাইকে একসঙ্গে পাওয়া ভাগ্যের বিষয়। আমি খুব এনজয় করেছি।’
এদিন নায়িকারা ছাড়াও নায়ক শাকিব খান, অমিত হাসান, ওমর সানী, সায়মন, বাপ্পি, ইমন, নিরবসহ চলচ্চিত্রের সব তারকার পদচারণে এফডিসি হয়ে ওঠে তারকাদের মিলনমেলা।