নাট্যপরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন শুরু হয়েছিল ২০১৭ সালে। আমেরিকাতে শুরু হওয়া সেই আন্দোলনের ঢেউ ২০১৮ সালের শেষদিকে এসে আছড়ে পড়ে ভারতে। কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হওয়া নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন বিনোদন জগতের একাধিক তারকা। ফলে অভিযুক্তের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এবার সে তালিকায় যুক্ত হল এক নাট্যপরিচালকের নাম।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, এর আগে নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায় ও গায়ক রঞ্জন ঘোষালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। এবার একই দায়ে অভিযুক্ত হলেন নাট্যদল ‘সুখচর পঞ্চম’-এর প্রধান মলয় মিত্র।
শর্মিষ্ঠা চক্কোত্তি (চক্রবর্তী) নামের এক অভিনেত্রী তাঁর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মলয় মিত্রের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। শর্মিষ্ঠার লেখা অনুযায়ী, ২০১১ সালের দিকে তিনি অভিনয় শিখতে গিয়েছিলেন মলয়ের কাছে। এ সময় তাঁকে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে যান মলয়। সেখানেই দরজা বন্ধ করে তাঁকে যৌন হয়রানি করা হয়। শর্মিষ্ঠা যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য বাইরে একজন পাহারাদার রাখা হয়। এখানেই শেষ নয়, ওই পাহারাদার একজন পেশাদার খুনী, এমনটি বলে ভয় দেখানো হয়েছিল শর্মিষ্ঠাকে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি শেয়ার করার পর এবার আইনি লড়াইয়ে যাবেন শর্মিষ্ঠা। সূত্রমতে, তিনি ভারতের মহিলা কমিশনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
অন্যদিকে বসে নেই অভিযুক্ত মলয় মিত্র ও তাঁর দল। গুরুতর অভিযোগ ওঠায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইনজীবীর সঙ্গে কথা বলেছেন মলয়। সূত্রমতে, শর্মিষ্ঠার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন মলয়।
‘মি টু’ ঝড় যে ভারতে বেশ ভালোভাবেই আছড়ে পড়েছে,তা স্পষ্ট। এখন দেখার বিষয়, সামনে আর কোন ব্যক্তির নাম উঠে আসে।