এসিড আক্রান্তদের সঙ্গে দীপাবলি উদযাপন শাহরুখের

নানা ধরনের দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যায় তারকাদের। সমাজের অন্য পেশার মানুষের পাশাপাশি তাঁরাও অসহায়-দুস্থদের সাহায্যে এগিয়ে আসেন। এর ব্যতিক্রম নন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর অলাভজনক প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশনের মাধ্যমে এসিড আক্রান্ত ১২০ জন নারী সাহায্য পাচ্ছেন।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, দীপাবলি উপলক্ষে সম্প্রতি এসিড আক্রান্ত নারীদের পাশে এসে দাঁড়ান শাহরুখ। তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেন শাহরুখ। সেখানে মীর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সেই ১২০ জন নারীর প্রতি শুভকামনা জানান তিনি।
নিজের পিতা মীর তাজ মোহাম্মদ খানের নামানুসারে ২০১৩ সালে মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শাহরুখ। এসিড আক্রান্তদের অধিকার আদায়, উন্নয়ন, চিকিৎসা ও চাকরিসহ অন্যান্য সুযোগসুবিধা আদায়ে কাজ করে থাকে ওই ফাউন্ডেশন। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও কাজ করে থাকে সংস্থাটি। এসিড আক্রান্তদের সঙ্গে তোলা শাহরুখের ওই ছবিটি শেয়ার করা হয় মীর ফাউন্ডেশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও।
যা-ই হোক, দীর্ঘদিন যাবত বড়পর্দায় দেখা যাচ্ছে না বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। ভক্তরা তাঁর নতুন সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি নিজের জন্মদিনে, অর্থাৎ আগামী ২ নভেম্বরে নতুন ছবি সংক্রান্ত ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে শাহরুখের।