যেভাবে সেঞ্চুরি উদযাপন করলেন তাহসান

Looks like you've blocked notifications!
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ছবি : শামছুল হক রিপন

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান নিয়মিত নাটকেও অভিনয় করেন। অভিনয়ে তাঁর অভিষেক ঘটে ২০০৪ সালে। আফসানা মিমি পরিচালিত ‘অফবিট’ ছিল তাঁর প্রথম নাটক। তারপর থেকে এখন পর্যন্ত বহু নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি নাটকে সেঞ্চুরি পূর্ণ  করেছেন। মাবরুর রশীদ পরিচালিত ‘মেমোরিজ...কল্পতরু’ তাহসানের শততম নাটক।

গতকাল বুধবার তরুণ নির্মাতা ওসমান মিরাজের একটি ওয়েব ছবিতে কাজ শুরু করেছেন তাহসান। শুটিংয়ের ফাঁকে সেঞ্চুরি উদযাপনসহ নানা বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন এ তারকা।

তাহসান বলেন, ‘যখন কাজ করা শুরু করি, তখন গুনে গুনে কাজ করব তা ভাবিনি। আমি আসলে সেভাবে গুনিনি। দুই মাস আগে আমার এক ভক্ত আমার ফ্যান পেজে একটা পোস্ট করে। অনেক ছবি... তার ডায়েরিতে আমার সব নাটক, ৯৭টি নাটকের নাম লেখা ছিল, একেবারে ক্রমিক নম্বরসহ। ওইটা যখন পোস্ট করি, তখন আমার পরিচিত, শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই... প্রযোজক-পরিচালক... তারা বলল যে ১০০ নম্বর নাটকটা আমরা বড় করে পালন করব।’

তাহসান আরো বলেন, “আসলে একটা মাইলফলক ছুঁলে ভালো লাগে। আজ থেকে অনেক বছর আগে আফসানা মিমি যখন বলেছিলেন ‘অফবিট’-এ কাজ করতে হবে, তখন অভিনয় জগতে তো আমি আনাড়িই ছিলাম। কিন্তু এতটুকু পথ পাড়ি দিতে পেরেছি। অভিনয় জগতেও যে আমার গ্রহণযোগ্যতাটা দর্শকদের কাছে এসেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।”

দেখুন তাহসানের সাক্ষাৎকার :

সেঞ্চুরি উদযাপন প্রসঙ্গে তাহসান বলেন, ‘সবাইকে ধন্যবাদ দিতেই মূলত আমি ১০০তম কাজটা সেলিব্রেট করেছি। আমার যাঁরা সহশিল্পী ছিলেন, তাঁদের ধন্যবাদ। তাঁদের কাছ থেকে শিখেছি। যাঁরা পরিচালনা করেছেন, তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাকে বেস্ট স্টোরিটা দিয়েছেন, যে কারণে আমার নাটক-টেলিফিল্মগুলো সবার কাছে এত ভালো লেগেছে। ভালো লাগছে, এখন যে কাজটা শুরু করছি, সবাই বলছে এটা কত... ১০১, ১০২... বিষয়টা ভালোই লাগছে। কারণ এর আগে সেলিব্রেটি মুডে অভিনয় করিনি।’

দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহসান। বলেছেন, ‘যেদিন মনে হবে আপনাদের ভালোবাসা পাচ্ছি না, আমার কাজ আপনাদের আর প্রয়োজন নেই, সেদিন রিটায়ার করব।’

তবে ভক্তদের আশা, আরো ভালো ভালো কাজ উপহার দিন তাহসান। অভিনয় ও গানে জীবন পূর্ণ হোক এ তারকার।