২০১৬ সালে মুক্তি পেতে পারে ‘লাভ ২০১৪’
আগামীকাল ঢাকায় আবারও শুরু হচ্ছে শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণকে নিয়ে পরিচালক জি সরকারের ‘লাভ ২০১৪’ ছবিটির শুটিং। ছবির কিছু অংশের শুটিং বাকি থাকায় প্রতিবছরই ছবির নামের সাথে বছরের বয়স বাড়ছে। বিভিন্ন কারণে ছবিটির শুটিং এ বছরও শেষ করতে না পেরে ছবির নাম রাখা হবে ‘লাভ ২০১৬’।
এ বিষয়ে জানতে চাইলে নায়িকা অপু বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির কাজটি দুই বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো ঝামেলার কারণে ছবিটি শেষ হয়নি। তো আগামীকাল থেকে আবারও ঢাকার কিছু লোকেশনে কাজ শুরু হচ্ছে। ছবির গল্পটা ভালো, যে কারণে আমরাও চাই ছবিটি দর্শকদের জন্য প্রদর্শন হওয়া দরকার।’
পরিচালক জি সরকার বলেন, ‘ছবিটি এ বছরে মুক্তি দেওয়া সম্ভব নয়। তাই ছবির নাম বদলে রাখতে হবে ‘লাভ ২০১৬’। একটা গান করার ইচ্ছে আছে দেশের বাইরে। দেশের চলমান রাজনীতির কারণে বাইরে শুট করার অনুমতি মিলছে না। আমার ছবিটির গল্প বেশ ভালো। তাই সময় নিয়ে কাজটি শেষ করতে চাই।’
মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় শাকিব, অপু ও নিপুণ ছাড়াও অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ। ইসরাত জাহান নিবেদিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপুণ একসঙ্গে অভিনয় করছেন।