আমিরের পক্ষে পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক

Looks like you've blocked notifications!
আমির খানের সঙ্গে যা হচ্ছে, সেটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানি পরিচালক জামশেদ। ছবি : এনডিটিভি

দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে বিপাকে পড়া বলিউড তারকা আমির খানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক জামশেদ মাহমুদ রাজা। আমিরকে সমর্থন জানিয়ে হিন্দি চলচ্চিত্রে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দেন জামশেদ। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের পানাজিতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় অংশগ্রহণের সময় সংবাদ সংস্থা আইএএনএসকে জামশেদ বলেন, ‘আমির খান ভারতীয় সরকারের সাম্প্রতিক অসহিষ্ণু আচরণ নিয়ে কথা বলেছেন। কথাটা আমির খান নিজেই বলেছেন। তিনি ভারতের অন্যতম সেরা অভিনেতা এবং অ্যাক্টিভিস্ট। তিনি একজন খাঁটি ভারতীয়, এটা তার রক্তেই মিশে আছে।’  

নিজের দেশের উদাহরণ টেনে জামশেদ বলেন, ‘আমাদের দেশেও আমরা অনেকবার এ ধরনের অসহিষ্ণু অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আমির খানকে যেভাবে অপদস্থ করা হচ্ছে সেটা মোটেও সমীচীন নয়। তিনি বলিউডকে অনেক দিয়েছেন। তাঁর সঙ্গে এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।’

জামশেদ রাজার ছবি ‘মুর’-এ বছর অস্কারে পাকিস্তানি ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে। বিদেশি ভাষার ছবি বিভাগে প্রতিযোগিতা করবে ছবিটি।  ভারতের এক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি।