শুটিং সন্দেশ
টম বয় অপর্না!
‘আমি কি জানতে পারি কেন আমাকে এখানে ধরে আনা হয়েছে? আমি কী করেছি?’-কথাগুলো বলছিলেন অভিনেত্রী অপর্না ঘোষ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে রহমতুল্লাহ্ তুহিন পরিচালিত ‘টক অব দ্য টাউন’ নাটকের শুটিং করছিলেন এই অভিনেত্রী। শুটিংয়ের সময় এভাবেই সংলাপ দেন তিনি।
নাটকের চরিত্রের বেশভূষায় তাঁকে দেখে বোঝার উপায়ই নেই যে তিনিই অপর্না! চরিত্রের প্রয়োজনে তাঁকে একেবারেই বদলে ফেলা হয়েছে কী না! পরেছেন শার্ট, চুলও একেবারে বয় কাট! খাঁটি টমবয় গেটআপ। নাটকে প্রথমবারের মতো ‘টম বয়’ কে অভিনয় করছেন তিনি।
তাঁর চরিত্রের নাম রিমু, যে কি না নিজের এলাকার মাস্তান। চরিত্রটি বেশ উপভোগ করছেন অপর্না। কারণ বাস্তবে অপর্নার এক ছোট বোন আছে, কিন্তু কোনো ভাই নেই। এই আফসোস অপর্না ও তাঁর পরিবারেরও আছে। ছেলেদের পোশাক ছোটবেলা থেকে পরতে পছন্দ করতেন অপর্না। তাই এই নাটকে ছেলেদের মতো পোশাক, চলাফেরা ও কথাবার্তায় খুব মজা পাচ্ছেন তিনি।
নাটকে নিজের চরিত্র নিয়ে অপর্না বলেন, ‘রিমু চরিত্রটি অনেক মজার। আমার অনেক পছন্দ হয়েছে। অভিনয় করতে আমার বেশ ভালো লাগছে। বাবাকে এখনো জানাইনি এই চরিত্রের কথা। বাবা যখন টম বয় চরিত্রে টিভিতে আমাকে দেখবেন, তখন নিশ্চয়ই খুব সারপ্রাইজড হবেন।’
গল্প জমে উঠতেই পরিচালক রহমতুল্লাহ্ তুহিন অপর্নাকে শট দেওয়ার জন্য ডাক দিলেন। কারণ সূর্যাস্তের সময় হয়েছে। খুব দ্রুত শট শেষ করতে হবে। অপর্নাও বিদায় জানিয়ে শটের প্রস্তুতি নিতে শুরু করলেন।
শট শুরু করার আগে পরিচালক রহমতুল্লাহ্ তুহিন বলেন , “এখন তো টিভি নাটকের দর্শক অনেক কম। তারপরও বলব, ভালো ধারাবাহিক নাটক এখনো অনেকে দেখছেন। ‘টক অব টাউন’ নাটকটির দর্শকদের মনের ক্ষুধা কিছুটা মেটাতে পারবে বলে আমার বিশ্বাস। নাটকে অপর্না ছাড়াও অভিনয় করছেন খ্যাতিমান অভিনেত্রী রিচি সোলায়মান, প্রভাসহ আরো অনেকে।”
‘টক অব দ্য টাউন’ ধারাবাহিক নাটকটি কবে প্রচারিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সবে মাত্র নাটকের কাজ শুরু করেছি। শুটিং শেষ হলেই যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।’
নাটকের শিল্পী ও পরিচালকের সঙ্গে কথা শেষ। সূর্য ডোবারও আর বেশি দেরি নেই। আলোছায়ার এই খেলায় অপর্না শট দিচ্ছেন। এর ফাঁকে সবাইকে বিদায় জানিয়ে আমরাও অফিসের দিকে রওনা দিলাম।