তারকার প্রথম
প্রথম শুটিংয়ে নার্ভাস ছিলাম : সুজানা
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর রূপ-সৌন্দর্য্য, মডেলিং ও অভিনয় দিয়ে অনেক দর্শকের মন কেড়েছেন। অনেকে পড়েছেন তাঁর প্রেমে। কিন্তু আপনি জানেন কি? সুজানা, প্রথম কার প্রেমে পড়েছিলেন? শুধু প্রথম প্রেমের কথায় নয় ! এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে সুজানা তাঁর জীবনের উল্লেখযোগ্য প্রথম কিছু ঘটনা জানিয়েছেন।
প্রথম স্কুল
শেরে বাংলানগর স্কুল
প্রথম শিক্ষক
সেলিম স্যার। স্যার অনেক রাগী স্বভাবের ছিলেন। হয়তো শুধু স্যারের ভয়েই আমি পড়াশোনায় শুরু থেকে অনেক সিরিয়াস ছিলাম। স্যারের জন্য পড়াশোনায় আমি কখনো ফাঁকি দিতে পারিনি। স্যার অনেক ভালো ছিলেন। স্যারকে অনেক সম্মান করতাম আমি। আজও স্যারকে ভুলতে পারিনি।
প্রথম পারিশ্রমিক
আমি ক্লাস নাইনে পড়ার সময় একটা টিউশনি করেছিলাম। সেই টিউশনি করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম ১০০০ টাকা। টাকা পেয়ে আমি অনেক উচ্ছ্বসিত ছিলাম। যে বাচ্চাকে আমি পড়াতাম সে ছিল আমার প্রতিবেশী এক আন্টির । বাচ্চাটা অনেক দুষ্টু ছিল। যেহেতু আমি বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে পারতাম তাই আন্টি তাঁর বাচ্চার পড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমিও খুব খুশি মনে টিউশনিটা করেছিলাম।
প্রথম অভিনীত নাটক
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারাবাহিক নাটক ‘একান্নবর্তী’। এটাই ছিল আমার প্রথম নাটক।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা
আফজাল হোসেন ভাইয়ের পরিচালনায় প্রথম একটা বিজ্ঞাপন করেছিলাম আমি। বিজ্ঞাপনের মডেল হয়ে ক্যামেরার সামনে আমি প্রথম দাঁড়িয়েছিলাম। আমার এখনো মনে আছে, শুটিং চলার সময় আমি খুব নার্ভাস ছিলাম।
প্রথম পরা শাড়ি
স্কুলে নাচের একটা অনুষ্ঠানে প্রথম শাড়ি পরেছিলাম। ছোটবেলায় আমি নাচ করতাম।
প্রথম প্রেম
বলিউড হিরো আমির খানের প্রেমে পড়েছিলাম। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিটি দেখার পর পরই আমি আমির খানের প্রতি ক্রাশ খেয়েছিলাম। ইস! আমি যদি ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর নায়িকা হতে পারতাম!