বিয়ের পর আরো সুইট হবো : অপর্ণা ঘোষ

Looks like you've blocked notifications!
‘জীবন বদল’ নাটকটির দৃশ্যে অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছবি : সংগৃহীত

প্রতিটি জীবনের আলাদা একটি সত্তা রয়েছে। এমন যদি হয় আপনার জীবন কেউ  বদলাতে চায়। আপনি কি বদলাবেন? নাকি নিজের মতো থাকবেন? বিশ্ব নারী দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে আশিকুর রহমান পরিচালিত নাটক ‘জীবন বদল’। নাটকটি লিখেছেন মাহমুদ দিদার। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ এবং আরফান নিশো। ‘জীবন বদল’ নাটক ও অন্যন্য বিষয়ে অপর্ণা কথা বলেছেনে এনটিভি অনলাইনের সঙ্গে।

প্রশ্ন : ‘জীবন বদল’ নাটকটিতে আপনার চরিত্রটি কেমন লেগেছে?

উত্তর : অনেক ভালো। নাটকটিতে খুব সাধারণ একটি মেয়ে আমি। শাড়ি, টিপ পরতে অনেক পছন্দ করি। বাসায় রান্না করতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি হলে ভিজতে ইচ্ছা করে কিন্তু আমার বর পুরোই আমার বিপরীত। সে বাইরের খাবার অনেক পছন্দ করে। বিভিন্ন সামাজিক পার্টিতে নিয়মিত যায়। একসময় সে চায় আমি যেন তাঁর মতো হয়ে যাই।

প্রশ্ন : তারপর বরের মতামত অনুযায়ী চলেছেন কি?

উত্তর : কিছুদিনের জন্য বদলে বরের পছন্দ অনুয়ায়ী চলেছি। কিন্তু সেটা ছিল অভিনয়। শেষ পযর্ন্ত আমি আমার মতোই থাকি।

প্রশ্ন : আপনার বর তাঁর মানসিকতার পরিবর্তন করেছে কি?

উত্তর : আপাতত বলতে চাচ্ছি না। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।

প্রশ্ন : সহশিল্পী আরফান নিশো কী রকম?

উত্তর : কাজে অনেক সহযোগিতা করেছে নিশো। ও অনেক বন্ধুসুলভ।

প্রশ্ন : বিয়ের পর আপনার বর যদি আপনাকে বদলাতে চায়, আপনি কি বদলাবেন?

উত্তর : মজার প্রশ্ন। আমাকে কেউ বদলাতে পারবে না। আমি যেমন আছি তেমনই থাকব। তবে আমার বর যদি আমার মনের মতো হয় বিয়ের পর আরো অনেক সুইট হবো।

প্রশ্ন : আপনি কি নাটকের চিত্রনাট্য পড়ে কাজ করেন?

উত্তর : হ্যাঁ। আমি অনুরোধের কাজ একদমই করছি না। চিত্রনাট্য ভালো

লাগলেই শুধু সেই নাটকে অভিনয় করছি। গল্প ও চরিত্র দুটোই আমার

কাছে সমান গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : নিজের অভিনীত নাটক কি দেখা হয়?

উত্তর : যেদিন কাজ থাকে না সেদিন দেখা হয়। তবে বেশিরভাগ সময় ইউটিউবে নাটক দেখি।

প্রশ্ন : নিজের অভিনীত নাটক দেখতে কেমন লাগে?

উত্তর : অনেক অতৃপ্তি কাজ করে। মনে হয় ‘ইস! এই দৃশ্যটা ভালো করতে পারিনি।’

প্রশ্ন : আপনার অভিনীত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র অডিও আজ মুক্তি পাবে। অনুষ্ঠানে যাবেন কি?

উত্তর : আমার একটু ঠান্ডা-জ্বর। সুস্থ হলে যাব।

প্রশ্ন : ‘সুতপা’ চরিত্রটি কেমন?

উত্তর : অনেক সংগ্রামী একজন নারী।