মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

Looks like you've blocked notifications!
২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন সঞ্জয়। ছবি : বিগটাইম

জেল থেকে এবার আর সাময়িক ‘ছুটি’ নয়, একবারেই খালাস পেতে যাচ্ছেন বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্ত। ইয়েরওয়াড়া জেলখানা থেকে মুক্তি পাওয়া নির্ধারিত সময়ের খানিকটা আগেই বেরিয়ে আসতে যাচ্ছেন সঞ্জয়। তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল আরো সাড়ে তিন মাস পর। এনডিটিভির খবরে জানা গেল, ‘ভালো’ আচরণের পুরস্কার হিসেবে কিছুদিন আগেই এই মুক্তি মিলছে সঞ্জয়ের।

আসছে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে শেষ হচ্ছে সঞ্জয়ের ‘সুদীর্ঘ’ জেলজীবন। তাঁর এখন বয়স ৫৬। জেল থেকে বেরিয়েই তিনি আবারও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়বেন।

জেলযাপনের শুরু থেকে সব সময় একটু বাড়তি সুবিধা তো পেয়েছেনই, সেই সঙ্গে পেয়েছেন বারবার ‘ছুটি’। ২০১৩ সাল মোট ১১৮ দিন জেলের বাইরে ‘ছুটি’ কাটিয়েছেন সঞ্জয়, কখনো শারীরিক সমস্যা, কখনো পারিবারিক দরকারে। বারবার তাঁকে এই ‘ছুটি’ দেওয়ার বিষয়টি নিয়ে বেশ হাসিঠাট্টা এবং সমালোচনাও হয়েছে।

১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সময় সঙ্গে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। ছয় বছরের কারাদণ্ড হয় তাঁর। এ সময় তিনি দেড় বছর জেল খেটে আবার বেরিয়ে আসেন জামিনে, পরে ২০১৩ সালে আবারও জামিন বাতিল হয়ে গেলে জেলে যেতে হয় তাঁকে। সঞ্জয় দাবি করেছিলেন, নিজের পরিবারের সুরক্ষার জন্যই তিনি একে-৫৬ রাইফেল এবং রিভলভার রেখেছিলেন নিজের সঙ্গে।