বিয়ের পর শখ-নিলয়ের ব্যস্ততা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ ও আলমগীর হোসেন নিলয়ের প্রেমের খবর কারো অজানা ছিল না। দীর্ঘ চার বছর প্রেম করে ৭ জানুয়ারি তাঁরা বিয়ে করেন। ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের আগে জুটি বেঁধে শখ-নিলয়কে অনেক নাটক ও বিজ্ঞাপন করতে দেখা গেছে। শুধু নাটক কিংবা বিজ্ঞাপন নয়, দুজন একসঙ্গে অভিনয় করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রেও। চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ২৯ আগস্ট। এর পর দুজনকে একসঙ্গে চলচ্চিত্রে না দেখা গেলেও নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তাঁরা।
এদিকে, বিয়ের পর আবারো ছোট পর্দার টেলিফিল্মের জন্য জুটি বেঁধেছেন নব এই দম্পতি। গতকাল সোমবার উত্তরার একটি শুটিং হাউসে টেলিফিল্মটির শুটিংয়ে অংশ নেন শখ-নিলয়।
এ প্রসঙ্গে নিলয় এনটিভি অনলাইনকে বলেন, ‘আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা দুজন টেলিফিল্মটিতে অভিনয় করছি। আশা করছি, বিয়ের পরও পর্দায় দর্শক আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।’
বিয়ের পর তাঁরা দুজন কেমন আছেন—জানতে চাইলে নিলয় বলেন, ‘আমরা অনেক ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।’
অন্যদিকে শখ বলেন, ‘নিলয়কে আমি অনেক ভালোবাসি। আমরা সুখে-শান্তিতে থাকতে চাই। আমাদের দুজনের বোঝাপড়াও ভালো। আমরা অনেক ভালো বন্ধুও বটে। সবাই দোয়া করবেন।’
বিয়ের আগে শখ-নিলয় সর্বশেষ ‘সে এবং আমি ও তুমি’ নাটকে অভিনয় করেছিলেন। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন রহমতুল্লাহ তুহিন। নাটকটির শুটিং মালয়েশিয়ায় করা হয়েছিল। নাটকটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। নাটকে দুজনের রসায়ন পরিচালক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, এমনটাই জানালেন শখ ও নিলয়।