শুটিং সন্দেশ
ভালোবাসা দিবসে রিয়াজ-সুজানার ‘এক্সচেঞ্জ’
মাহিন ও রাইসা সুখী দম্পতি। মাহিন পেশায় ব্যবসায়ী। তাঁদের সংসারে সবকিছু ঠিকঠাক আছে। শুধু মাহিনের ব্যস্ততা মেনে নিতে পারেন না রাইসা। তবে এটা নিয়ে তাঁদের মাঝে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। এটা সত্যি কোনো ঘটনা নয়। জুনায়েদ বিন জিয়া পরিচালিত ‘এক্সচেঞ্জ’ নাটকের গল্পের দুই প্রধান চরিত্র মাহিন ও রাইসার চরিত্রে অভিনয় করছেন দেশের জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও সুজানা।
গতকাল সোমবার উত্তরার ৭ নম্বর সেক্টরে আনন্দবাড়ি শুটিং হাউসে দুপুরে পৌঁছে দেখা গেল রিয়াজ ও সুজানা নাটকটির শুটিং করছেন। রিয়াজ সুজানাকে বলছেন, ‘রাইসা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই।’
কী সেই সারপ্রাইজ? সুজানা, এটা প্রশ্ন করার আগেই পরিচালক কাট বললেন। এরপর রিয়াজ-সুজানাকে পরবর্তী সংলাপ ও দৃশ্যের ধরন বুঝিয়ে দিয়ে আবারও শটে চলে গেলেন তিনি। প্রথম শটেই দৃশ্য ওকে হয়ে যায়। শুটিং দেখেই বোঝা যাচ্ছে নাটকের চরিত্রে ভালোভাবে ডুবে গিয়েছিলেন রিয়াজ-সুজানা দুজনই।
এদিকে আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘এক্সচেঞ্জ’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক জুনায়েদ বিন জিয়া। তিনি বলেন, ‘আগে নিয়মিত একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করতাম। এখন বিশেষ দিবসের নাটক ছাড়া তেমন নাটক বানানো হয় না আমার। এই নাটকের গল্পে অনেক বৈচিত্র্য আছে। নাটকের মূল পটভূমি হলো নবদম্পতির ভালোবাসাকে ঘিরে। আশা করছি, ভালোবাসা দিবসে নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটিতে রিয়াজ, সুজানা ছাড়া আরো অভিনয় করেছেন মনিরাজ, সনি প্রমুখ।