যৌথ পরিবারের গল্প নিয়ে বিন্দু বিসর্গ

Looks like you've blocked notifications!
‘বিন্দু বিসর্গ’ নাটকের দৃশ্যে স্পর্শিয়া। ছবি : সংগৃহীত

এখন যৌথ পরিবার নেই বললেই চলে। যৌথ পরিবারে সুখ-দুঃখের মিশ্রণটা একটু বেশিই থাকে। আবারও সপরিবারে একসঙ্গে অনেক মজাও করা হয়। যৌথ পরিবারের গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘বিন্দু বিসর্গ’। 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার করা হবে। ‘বিন্দু বিসর্গ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। 

‘বিন্দু বিসর্গ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, স্পর্শীয়া, শ্যামল মাওলা, রাইসুল ইসলাম আসাদ, আবুল হায়াত প্রমুখ। 

ধারাবাহিকটি সম্পর্কে অনিমেষ আইচ এনটিভি অনলাইনকে বলেন, ‘আগে নাটক প্রচার হলে অনেক সাড়া পাওয়া যেত। এখন আমাদের দর্শক অনেক কমে গেছে। আশা রাখি আবারও সবাই দেশি চ্যানেলমুখী হবে।’ 

চলচ্চিত্র নির্মাণ করলেও নিয়মিত নাটক বানাবেন বলে জানালেন পরিচালক অনিমেষ আইচ।

অভিনেত্রী স্পর্শীয়া বলেন, ‘নাটকটির গল্পটাই অসাধারণ। আমি সাধারণত গল্পনির্ভর নাটকে অভিনয় করি। এই নাটকে অভিনয় করে অনেক ভালো লাগছে।’