অপূর্ব-অর্ষার ‘নিদ্রিতায় নীরবে’

Looks like you've blocked notifications!
‘নিদ্রিতায় নীরবে’ নাটকের দৃশ্যে অপূর্ব ও অর্ষা। ছবি : সংগৃহীত

ক্যানসার ভয়ানক এক ব্যাধি। ক্যানসার আক্রান্ত নায়কের গল্প নিয়ে অনেক নাটকই নির্মিত হয়েছে। ‘নিদ্রিতায় নীরবে’ নাটকের গল্পও আবর্তিত হয়েছে ক্যানসার নিয়ে। তবে এই গল্প অন্য সব গল্পের চেয়ে আলাদা। গল্পটি রচনা করেছেন নাটকের পরিচালক মেহেদী হাসান জনি। এতে দেখা যাবে, নায়ক মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত। কিন্তু নাটকের শেষ দৃশ্যে নায়িকার এক সংলাপ মোড় ঘুরিয়ে দেবে পুরো নাটকের। পরিচালক বলছেন, এখানেই রয়েছে নাটকের চমক। নাটকটির মূল চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব, শ্যামল মাওলা ও অর্ষা।

নাটকটির শেষে কী হবে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি পরিচালক মেহেদী হাসান জনি। তিনি শুধু বলেছেন, ‘নাটকটির গল্প ও নির্মাণে কোনো ঘাটতি রাখিনি। ক্যানসার নিয়ে অনেক নাটক হলেও এই নাটকটির সঙ্গে অন্য কোনো নাটকের মিল পাওয়া যাবে না।’

অভিনেতা অপূর্ব বলেন, ‘নাটকটির লোকেশনগুলো চমৎকার। রেস্তোরাঁর কিছু দৃশ্য আছে, যা সবারই ভালো লাগবে।’

আগামীকাল রাত ৯টায় এনটিভিতে ‘নিদ্রিতায় নীরবে’ নাটকটি প্রচার করা হবে।