‘বাজে ছেলে’র জন্য আত্মহত্যা করতে চেয়েছিলাম : জেনেট
মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাজে ছেলে : দ্য লোফার’। গতকাল মঙ্গলবার ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন মনিরুল ইসলাম সোহেল ও রহিম বাবু। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পী, বিপাশা ও দিপালী। এ ছাড়া আরো তিনজন নায়িকাকে এই ছবিতে দেখা যাবে বাপ্পীর বিপরীতে। তাঁদের একজন মডেল জেনেট।
মডেল অভিনেত্রী জেনেট এনটিভি অনলাইনকে বলেন, “আমার শুরুটা র্যাম্প মডেলিং দিয়ে। অভিনয়ের ইচ্ছা ছোটবেলা থেকেই। ‘বাজে ছেলে’ ছবিতে নায়ক বাপ্পীর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। গল্পে দেখা যাবে যে আমি বড়লোকের বউ, নায়ক বাপ্পীর সঙ্গে আমার পরকীয়া প্রেম হয়ে যায়। স্বামী-সংসার ফেলে আমি তার সঙ্গে প্রেম করি। কিন্তু একটা সময় বাপ্পী আমাকে ব্ল্যাকমেইল করতে থাকে। আমার কাছে অনেক টাকা চায় সে, কিন্তু আমার স্বামীর কাছ থেকে এত টাকা আমি আনতে পারব না জানালে বাপ্পী আমাদের সম্পর্কের ভিডিও দেখিয়ে ভয় দেখায়। কী করব বুঝতে পারছিলাম না। একটা সময় বুঝতে পারি আত্মহত্যা করা ছাড়া আর কিছুই আমার করার নেই। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আমি মরতে গেলে পুলিশ আমাকে বাঁচায়। এর পর থেকেই শুরু হয় বাজে ছেলেকে খোঁজার কাজ। কারণ আমার মতো আরো কয়েকটি মামলা থানায় এর আগেও হয়েছে। কিন্তু কোনো সূত্র পাচ্ছে না পুলিশ।’
পরিচালক রহিম বাবু এনটিভি অনলাইনকে বলেন, ‘টান টান উত্তেজনায় ভরা এই ছবিটি। দর্শক উপভোগ করবে। আমরা মনে করি বাপ্পীর জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ ছবি। কারণ একেক ছবিতে দর্শক তাকে একেক রূপে দেখেছে। এই ছবিতে তার অনেকগুলো রূপ দেখবে। কখনো কখনো তাকে ভিলেনও মনে হবে। আসলে সে ভিলেন না নায়ক—এটা জানতে চাইলে হলে আসতে হবে। গতকাল মঙ্গলবার আমরা সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। কিছুদিনের মধ্যে ছবি মুক্তির একটা তারিখ ঘোষণা করব।’
ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু প্রমুখ। ইস্টার্ন মোশন পিকচার্স ও কালার ফ্রেম প্রযোজিত এই ছবির মূল ভাবনা মনিরুল ইসলাম সোহেলের। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন, চিত্রগ্রহণ করছেন সাইদুজ্জামান।