শেষ হলো ‘লাল সবুজের সুর’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/19/photo-1455882160.jpg)
অনুদানের চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’-এর চিত্রায়নের কাজ শেষ হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের পুবাইলে ছবির শুটিং শেষ করে এখন ডাবিং-এডিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে ছবির পরিচালক মুশফিকুর রহমান গুলজার। আগামী ২৬ মার্চে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছেন তিনি।
এ প্রসঙ্গে পরিচালক গুলজার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা চেষ্টা করছি ছবিটি আগামী ২৬ মার্চে মুক্তি দিতে। এরই মধ্যে শুটিং শেষ, ডাবিং-এডিটিং করছি। আশা করছি সব কাজ গুছিয়ে খুব তাড়াতাড়ি সেন্সরে জমা দিতে পারব।’
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এই ছবিতে দর্শক কী দেখতে পাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব শ্রেণির মানুষই নিজের অবস্থান থেকে কাজ করেছে। তেমনি আমাদের কিশোরদের ভূমিকাও অনেক বেশি। এই গল্পের মাধ্যমে তাদের আত্মত্যাগের বিষয়টা তুলে ধরা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে, সামনে আরো হবে। আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে হাজার বছর ধরে ছবি বানালেও শেষ হবে না। আমার মনে হয় মুক্তিযুদ্ধের ছবি মানুষের দেশপ্রেম বাড়াবে। নতুন প্রজন্ম তো আসলে যুদ্ধ দেখেনি, যে কারণে তারা এই ধরনের ছবি দেখে ধারণা করতে পারবে এ দেশ স্বাধীন করতে কত রক্ত দিতে হয়েছে।’
ছবিতে পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার চরিত্রে কাজ করছেন অভিনেতা এস আই ফারুক। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের ছবিতে হানাদারের ভূমিকায় কাজ করতে এসে নিজের কাছেই অবাক লাগছে। এরা যে আমাদের ওপর কী পরিমাণ অত্যাচার করেছে! কী পরিমাণ রক্ত দিতে হয়েছে! আমার কাছে অনেক ভালো লাগছে যে এমন ছবিতে কাজ করতে পেরেছি। আমি গল্পনির্ভর ছবিতে কাজ করতে চাই। এরই মধ্যে একাধিক ছবিতে আমি খল চরিত্রে অভিনয় করেছি ভালোবাসা থেকে। অধিকাংশ ছবি থেকে আমি কোনো টাকা নেই না। এই ছবির টাকাও ফেরত দিয়েছি।’
‘লাল-সবুজের সুর’ ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এতে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি, ওমর সানী, রেসি, আল-মামুন, শহীদুল আলম সাচ্চু, রাফি প্রমুখ।