একুশের চেতনা মনে গেঁথে গেছে : পাওলি দাম

Looks like you've blocked notifications!
ভারতের অভিনয়শিল্পী পাওলি দাম। ছবি : সংগৃহীত

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির শুটিংয়ের জন্য আবারও ঢাকায় এসেছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় এসেছেন। ঢাকার বিভিন্ন জায়গা ও এফডিসিতে শুটিং করছেন এখন। শুটিংয়ের এক ফাঁকে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ হয়েছে তাঁর।

প্রশ্ন : কেমন আছেন আপনি?

উত্তর : বেশ ভালো। বাংলাদেশের আবহাওয়া বরাবরই দারুণ লাগে। এখনকার মানুষ অনেক আন্তরিক।

প্রশ্ন : ‘সত্তা’ ছবির শুটিংয়ের জন্য কত দিন ঢাকায় আছেন?

উত্তর : আমি তো সবেমাত্র এসেছি। বেশ কিছুদিন ঢাকায় থাকব। ‘সত্তা’ ছবির শুটিং টানা কিছুদিন চলবে। তবে এখনো অনেক কাজ বাকি। তাই আবারও আসতে হবে ঢাকায়। এবার গৌতমদার (গৌতম ঘোষ) সঙ্গে এক ফ্লাইটে ঢাকায় এসেছি আমি।

প্রশ্ন : ‘সত্তা’র শুটিংয়ের জন্য আপনি তো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারেও অংশ নিয়েছেন। কেমন ছিল সেই মুহূর্ত?

উত্তর : অসাধারণ অনুভূতি মনে জেগেছিল। এ জন্য অনেক ধন্যবাদ ছবির পরিচালক কল্লোলকে। আমি প্রথমবারের মতো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম। একুশের চেতনা মনে গেঁথে গেছে। শুটিং যদি ২১ ফেব্রুয়ারি করা সম্ভব হতো, তাহলে আরো ভালোলাগা কাজ করত।

প্রশ্ন : শুটিংয়ের বাইরে ঢাকায় ঘোরার সুযোগ হয়েছে কি?

উত্তর : এর আগে বেশ কয়েকবার ঢাকায় এসেছি। কিন্তু কখনোই ঘোরার সময় পাইনি। কিন্তু বাংলাদেশের অনেক জায়গা আছে, যেখানে যেতে খুব ইচ্ছা করে। কিন্তু সময়ের বড্ড অভাব।