সম্রাট এবার খলনায়ক
প্রথম বারের মতো খল চরিত্রে অভিনয় করছেন নায়ক সম্রাট। রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে মিশা সওদাগরের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পর সেখানে কিছু দৃশ্য ধারণের কাজও হয়। তবে জুন মাস থেকে ছবিটির টানা শুটিং হবে বলে জানালেন ছবির পরিচালক। ‘শুটার’ ছবিতে আরো অভিনয় করছেন নায়ক শাকিব খান ও শাহরিয়াজ।
খলচরিত্রে কেন কাজ করছেন জানতে চাইলে নায়ক সম্রাট এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার রক্তে চলচ্চিত্র মিশে আছে। যে কারণে কোন চরিত্রে কাজ করছি তার চেয়ে বড় বিষয় আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা চলচ্চিত্রটির কোনো লাভ হচ্ছে কি না, এটাই বেশি লক্ষ করেছি। ছোট চরিত্র হলেও আমরা কোনো আপত্তি নেই কিন্তু গুরুত্ব থাকতে হবে। পরিচালক রাজু ভাই আমাকে যখন গল্পটা শুনিয়ে আমাকে খল চরিত্রে কাজ করতে বললেন এবং আমি শুনলাম শাকিব ভাইয়ের সাথে খলনায়কের চরিত্রে অভিনয় করব, তখন আমি রাজি হয়ে যাই।’
চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সম্রাট বলেন, ‘আসলে আমরা সবাই বলছি চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। কিন্তু কয়জন এগিয়ে আসছে? আমি এমন চরিত্র ছাড়া অভিনয় করব না, তেমন চরিত্র ছাড়া অভিনয় করব না। এই যদি হয় অবস্থা তাহলে একজন পরিচালক কীভাবে তাঁর গল্প নিয়ে কাজ করবেন? এক সময় দেখা যাবে পরিচালকের গল্প আর ঠিক নেই, সব শিল্পী মিলে নতুন একটা গল্প তৈরি হয়ে যাবে। তা ছাড়া আমরা সবাই যদি সব সময় পজেটিভ চরিত্রে কাজ করি তাহলে একজন পরিচালক শক্তিশালী খল চরিত্র কীভাবে ফুটিয়ে তুলবেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তবেই চলচ্চিত্রের উন্নয়ন হবে।’
‘শুটার’ ছবির পরিচালক রাজু চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, “গতকাল আমরা ছবির মহরত করেছি। জুন মাসে টানা শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। ছবির নাম ‘শুটার’ কারণ এই ছবিতে তিনজন শুটার আছে, কে খলচরিত্রে কাজ করছে আর কে নায়ক সেটা দর্শকদের হলে এসে দেখতে হবে।”